বাংলা নিউজ > ঘরে বাইরে > রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ তৃণমূলের, সমর্থন করল কংগ্রেস

রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ তৃণমূলের, সমর্থন করল কংগ্রেস

রঞ্জন গগৈ

ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তাঁর আত্মজীবনী ‘জাস্টিস ফর দ্য জাজ: অ্যান অটোবায়োগ্রাফি’।

এবার সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, তাতে সমর্থন করেছে কংগ্রেস–সহ অন্যান্য বিরোধীরা। এই ঘটনার পর জাতীয় রাজনীতি সরগরম হয়ে উঠেছে। বিরোধীদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জেরেই তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনল তৃণমূল কংগ্রেস। প্রতিবাদ জানিয়ে সংসদের এপিক কমিটিকে চিঠি লিখলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মৌসম বেনজির নূর এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার। ফলে বিষয়টি মারাত্মক গুরুত্ব পেয়েছে।

কী অভিযোগ তৃণমূল কংগ্রেসের?‌ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তাঁর আত্মজীবনী ‘জাস্টিস ফর দ্য জাজ: অ্যান অটোবায়োগ্রাফি’। তা নিয়ে আলাপচারিতায় দেখা যায় গগৈকে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এরকমই একটি আলাপচারিতায় তৃণমূল কংগ্রেস–সহ বিরোধীদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন এবং অসাংবিধানিক ভাষা ব্যবহার করেছেন দেশের সর্বোচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি। তার জেরেই আজ, সোমবার রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে।

জানা গিয়েছে, রঞ্জন গগৈয়ের মানহানিকর মন্তব্যের বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে একমত হয়েছে কংগ্রেস–সহ অন্যান্যরাও। এই ইস্যুতে বিরোধীদের বৈঠকও হয়েছে। এমনকী বিষয়টি নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নিতে চলেছেন তাঁরা বলেও সূত্রের খবর। তবে রঞ্জন গগৈয়ের বইয়ে বিতর্ক তৈরি হয় সেটার ক্যাপশন নিয়ে। কারণ সেখানে লেখা ছিল, ‘‌অযোধ্যা রায়ের পরে আনন্দ’‌।

তবে প্রাক্তন প্রধান বিচারপতি ঠিক কী মন্তব্য করেছেন?‌ সেটা বিরোধীরা এখনও প্রকাশ্যে আনেননি। স্বাধীকার ভঙ্গের নোটিশে লেখা থাকতে পারে। এই বিষয়ে রঞ্জন গগৈ কোনও মন্তব্য করেননি। তবে স্বাধীকার ভঙ্গের নোটিশ খতিয়ে দেখা হবে। তারপরে সেই নোটিশের উপর ভিত্তি করে প্রাক্তন প্রধান বিচারপতিকে চিঠি পাঠানো হতে পারে এপিক কমিটির পক্ষ থেকে।

পরবর্তী খবর

Latest News

৪ ইনিংসে ৩ অর্ধশতরান!কাজে এল না স্কটিশ ম্যাকমুলেনের ইনিংস! অজিরা সিরিজ জিতল ৩-০… গ্রামবাংলার মানুষের এবার আবাসের টাকা মিলতে চলেছে, নির্ভুল তালিকা তৈরির নির্দেশ যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টরস গিল্ড কোনও টেস্ট সরছে না! পাকিস্তানেই হবে ইংল্যান্ড সিরিজ! জল্পনা ওরালেন PCB প্রধান… রিল রিয়েল মিলেমিশে একাকার, অনন্যার ওয়েব সিরিজে দেখা গেল কার বিয়ের দৃশ্য? আলু ভাতে, বেগুন ভর্তা তো খেয়েছেন, স্বাদ বদলাতে লঙ্কা ভর্তা ট্রাই করবেন নাকি? সিদ্ধি বিনায়ক দর্শনের পরই হাসপাতালে ভর্তি হলেন দীপিকা, শুভক্ষণ আসন্ন… খারাপ আলোর জের!পেসার ওকস হয়ে গেলেন স্পিনার! শ্রীলঙ্কা-ইংল্যান্ডে টেস্টে বিরল ছবি কলকাতার Infosys-এ নিয়োগ হবে! ইন্টারভিউও এখানে, কবে? কী কী লাগবে? কোন পদে? ভারত অধিনায়কদের মধ্যে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরে কোথায় বিরাট-সচিন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.