বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘ইচ্ছাকৃতভাবেই বঞ্চনা করা হয়েছে’‌, নয়াদিল্লির জমি দখল নিয়ে সরব ডেরেক

‘ইচ্ছাকৃতভাবেই বঞ্চনা করা হয়েছে’‌, নয়াদিল্লির জমি দখল নিয়ে সরব ডেরেক

তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের জন্য বরাদ্দ জমি দখল। (ছবি, সৌজন্যে এএনআই)

এই জবরদখল সরাতে নগরোন্নয়ন মন্ত্রকের কাছে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।

রাজধানী নয়াদিল্লিতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের জন্য বরাদ্দ জমি দখল হয়ে যাওয়ার অভিযোগ উঠল। এমনকী জমিটি দখলমুক্ত করার উদ্যোগই নিচ্ছে না মোদী সরকার বলেও অভিযোগ। এখন সাংসদ সংখ্যার নিরিখে সংসদে তৃতীয় বৃহত্তম দল তৃণমূল কংগ্রেস। অথচ তাদেরই কোনও জাতীয় সদর দফতর নেই নয়াদিল্লিতে। এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির প্রতি এমন বঞ্চনা কেন? বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘ইচ্ছাকৃতভাবেই বঞ্চনা করা হয়েছে। নগরোন্নয়ন মন্ত্রকের কাছে বারবার আবেদন করেও লাভ হচ্ছে না। কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতির লাগাতার প্রতিবাদে নেতৃত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই বরাদ্দ হওয়া জমি পর্যন্ত দেওয়া হচ্ছে না?’‌ এখন এই ইস্যুতে চর্চা শুরু হয়েছে রাজধানীর মাটিতে।

কোন জমি দখল হয়ে যাচ্ছে? তৃণমূল কংগ্রেস সূত্রে খবর,‌ পার্টি অফিস নির্মাণ করতে দীনদয়াল উপাধ্যায় মার্গে জমি দেওয়া হয়েছিল প্রতিটি রাজনৈতিক দলকে। সেই সূত্রে জমি পেয়েছিল তৃণমূল কংগ্রেসও। ৪, দীনদয়াল উপাধ্যায় মার্গের প্লটটি পায় তৃণমূল কংগ্রেস। তবে সেখানে এখনও অফিস গড়ে ওঠেনি। কারণ, জবরদখল হয়ে পড়েছে জমিটি। এই জবরদখল সরাতে নগরোন্নয়ন মন্ত্রকের কাছে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। জমি ফাঁকা করে রাজনৈতিক দলের হাতে তুলে দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রকের। কিন্তু মোদী সরকার তা করতে উদ্যোগ নিচ্ছে না।

ঠিক কী বলেছেন ডেরেক?‌ চলতি মাসে বাংলার মুখ্যমন্ত্রীর নয়াদিল্লি আসার কথা রয়েছে। এই নিয়ে ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিক্ষেছি। মাথা উঁচু করে রাজনীতি করব। সরকারের থেকে কোনও সাহায্য চাইছি না। সর্বভারতীয় স্বীকৃত দল হিসেবে যেটা আমাদের প্রাপ্য, সেটুকুও কেন দেওয়া হবে না? এই জমি আমাদের জন্য বরাদ্দ হয়েছিল। তাহলে কতবার আবেদন নিবেদন করব?’

বন্ধ করুন