থেকে কেমন দেখতে লাগে এই পৃথিবীর বিভিন্ন অংশকে? এনিয়ে স্বাভাবিকভাবেই নানা আগ্রহ রয়েছে। তবে এবার হাজ্জা আল-মানসুরি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে কাবা শরিফ, মসজিদ আল হারাম সহ পবিত্র মক্কা নগরীর একটি সুন্দর ছবি পাঠিয়েছেন এক মহাকাশচারী। আর সেই ছবি তিনি নিজের ইনস্টাগ্রামে ও টুইটারে শেয়ারও করেছেন।
একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এনিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এই ছবি তুলেছেন সংযুক্ত আরব আমিরশাহীর মহাকাশযাত্রী সুলতান আল নায়েদি। আন্তর্জাতিক স্পেস স্টেশনে তিনি ৬ মাসের মিশনে রয়েছেন। তিনি মহাকাশ থেকে তোলা মক্কার ছবি শেয়ার করেছেন।
ইদের ঠিক আগে এই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এই মহাকাশচারী আরবের প্রথম মহাকাশচারী হিসাবে ইতিহাসে স্থান করে নিয়েছেন। তিনি প্রথম স্পেস ওয়াক করেছেন বলে খবর। নাসার নিউট্রাল ব্যুয়োন্সি ল্যাবরেটরিতে তিনি প্রায় ৫৫ ঘণ্টার প্রশিক্ষণ নিয়েছিলেন। টেক্সাসে রয়েছে এই সেন্টারটি। স্পেস ওয়াকে যাওয়ার আগে তিনি এই প্রশিক্ষণ নিয়েছিলেন।
তিনি ছবির ক্যাপসনে লিখেছিলেন, মুসলিমদের হৃদয়ে বসবাসকারী স্থান। পবিত্র কাবার মহিমার কথা উল্লেখ করেছেন তিনি।।
তিনি উল্লেখ করেছেন, বিশ্বাস শুধু বিশ্বাস নয়। এটা কাজ আর তার প্রতিফলন। এটা আমাদের অনুপ্রাণিত করে একতাবদ্ধ হওয়ার দিকে। গতকাল স্পেস থেকে মক্কার যে ছবি পেয়েছি সেটাই দিলাম।
এদিকে ধর্মপ্রাণ মুসলিমরা জীবনে একবার অন্তত হজ করতে যেতে চান। যাদের সামর্থ্যের মধ্যে কুলোয় তারা অন্তত একবার হজ করতে যেতে চান। পবিত্র এই স্থান। প্রতি বছর এই হজের তারিখে কিছুটা পরিবর্তন হতে পারে। চাঁদের অবস্থান অনুসারে এই হজের দিনেরও পরিবর্তন হয়।
এদিকে ওই মহাকাশচারী টুইটে এই পবিত্র স্থানের কথা তুলে ধরেছেন। কিন্তু তিনি বলেননি যে তিনি নিজে জীবনে হজ করতে গিয়েছিলেন কি না। খবর স্পেসের প্রতিবেদন অনুসারে। তবে মহাকাশ থেকে তোলা মক্কার ছবি দেখে মুগ্ধ অনেকেই।