বাংলা নিউজ > ঘরে বাইরে > ইচ্ছাকৃতভাবে অক্সিজেন বন্ধ? সিল আগ্রার হাসপাতাল, নির্দেশ তদন্তের

ইচ্ছাকৃতভাবে অক্সিজেন বন্ধ? সিল আগ্রার হাসপাতাল, নির্দেশ তদন্তের

আগ্রার পরশ হাসপাতালের সামনে পুলিশি নিরাপত্তা। (ছবি সৌজন্য পিটিআই)

আকাল সামাল দিতে হাসপাতালে অক্সিজেন বন্ধের ‘মক ড্রিল’ করা বলে অভিযোগ উঠেছে।

ইচ্ছাকৃতভাবে পাঁচ মিনিট অক্সিজেন বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। সেজন্য আগ্রার একটি বেসরকারি হাসপাতালকে সিল করে দিল উত্তরপ্রদেশ সরকার। সেইসঙ্গে পুরো ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জয়প্রতাপ সিং বলেন, ‘আগ্রার পরশ হাসপাতালে অক্সিজেন জোগান সংক্রান্ত ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সিল করে দেওয়া হয়েছে হাসপাতাল। রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দেবে তদন্ত কমিটি। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ আগ্রার জেলাশাসক প্রভু এন সিং জানিয়েছেন, আপাতত হাসপাতালে যে ৫৫ জন রোগী ভরতি আছেন, তাঁদের অন্যত্র স্থানান্তরিত করা হবে।

সম্প্রতি একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়। যা আগ্রার ওই বেসরকারি হাসপাতালের বলে দাবি করা হয়েছে। ভাইরাল ভিডিয়োয় যে ব্যক্তিকে কথা বলতে শোনা গিয়েছে, তাঁকে আগ্রার পরশ হাসপাতালের মালিক আরিঞ্জয় জৈন বলে দাবি করেছেন একাংশ। তাঁকে বলতে শোনা যায়, ‘মক ড্রিল’-এর অংশ হিসেবে গত ২৬ এপ্রিল হাসপাতালে পাঁচ মিনিটের জন্য অক্সিজেনের জোগান বন্ধ করে দেওয়া হয়েছিল। সেদিন বেঁচে ফিরতে পারেননি ২২ জন। তাঁকে আরও বলতে শোনা যায়, সেদিন হাসপাতালে অক্সিজেনের আকাল ছিল। রোগী ছাড়িয়ে নিয়ে যাওয়ার কথা বলা হলেও কোনও পরিবারের লোকজন তাতে রাজি হননি।

আরিঞ্জয়কে (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) বলতে শোনা হয়, ‘তখন আমি মক ড্রিলের মতো একটা পরিকল্পনা করি এবং যাঁদের অক্সিজেন জোগান বন্ধ করা যাবে, তাঁদের চিহ্নিত করার জন্য হাসপাতালের কর্মীদের নির্দেশ দিই। সেভাবেই আমরা জানতে পারব যে কে মারা যাবেন এবং কারা বাঁচবেন। সকাল সাতটায় মক ড্রিল হয়। কেউ এটার বিষয়ে জানেন না।’ তাঁকে বলতে শোনা যায়, ‘অক্সিজেনের জন্য ২২ জন রোগীর শ্বাসকষ্ট শুরু হয়। তাঁদের শরীর নীল হতে শুরু করে। আমরা জানতে পারি যে তাঁরা বাঁচবেন না। আইসিইউ ওয়ার্ডের যাঁরা ৭৪ জন বেঁচে যান, তাঁদের (পরিবারের লোকজনকে) অক্সিজেনের সিলিন্ডার আনতে বলা হয়।’

সেই ভিডিয়ো নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। যদিও হাসপাতালের মালিক অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তেমন কোনও ঘটনা হয়নি। ২৬ এপ্রিল হাসপাতালে ২২ জন মারা যাওয়ার দাবি উড়িযে দিয়েছেন আগ্রার জেলাশাসকও। তিনি দাবি করেন, ২৬ এবং ২৭ এপ্রিল পরশ হাসপাতালে মাত্র সাতজনের মৃত্যু হয়েছিল। তবে হাসপাতালের মালিকের বিরুদ্ধে মহামারী আইন ভঙ্গ, বিপর্যয় মোকাবিলা আইনে অকারণে ভয় দেখানো এবং সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ ভারতীয় দণ্ডবিধির আওতায় মামলা রুজু করতে বলেছেন জেলাশাসক।

পরবর্তী খবর

Latest News

বাংলাদেশে UN সেনা পাঠানোর সওয়াল মমতার, রাজনীতি করবেন না, পালটা ইউনুসের উপদেষ্টা ‘আমাকেই ফিরতে হচ্ছে…’ হোর্ডিংয়ের ছবি দেখে চমকে গেল নাগপুর, CM ধাঁধা মহারাষ্ট্রে বিয়ের পিড়িতে বসতে চলেছেন অলিম্পিক্স পদকজয়ী পিভি সিন্ধু! পাত্র কে? কবে বিয়ে? বাংলাদেশে সংঘালঘুদের ওপর নিপীড়ন বন্ধ হোক, গর্জে উঠল ইস্টবেঙ্গল বোটক্স নিয়ে ভয়ানক অভিজ্ঞতা, ছবি মিত্তল বলছেন, ‘১ বছর আমার মুখ প্যারালাইজ ছিল' রোহিনী নক্ষত্রে স্বয়ং গুরু বৃহস্পতির প্রবেশ! টাকাকড়িতে পকেট ভরবে বহু রাশির সিরিজ শুরুর আগে প্রশ্ন তুলেছিলেন যোগ্যতা নিয়ে! এখন নীতীশেরই প্রশংসায় গাভাসকর… বিশ্বের সেরা দশে ভারতের Chicken 65, বাকি আইটেমগুলি খেয়েছেন? Health Facts: ফাটা ঠোঁট কি ভিটামিনের অভাবের লক্ষণ? কেন্দ্রের পরামর্শ মেনেই চলবে রাজ্য, বিধানসভায় বাংলাদেশ নিয়ে অকপট মমতা

IPL 2025 News in Bangla

IPL 2025-এ PBKS যেন মিনি অস্ট্রেলিয়া! ম্যাক্সওয়েলদের কেনার কারণ বললেন পন্টিং প্রায় ২৪ কোটির বেঙ্কটেশ নন, IPL 2025-এর ক্যাপ্টেন ঠিক করে ফেলল KKR! হটসিটে কে? যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে! প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে ম্যাচ জিতে বললেন রোহিত ‘তুমি চিরকাল আমাদের পকেট ডায়নামো থাকবে’ SRH-এ যাওয়া ইশানকে বার্তা MIএর হার্দিকের ১৩ কোটি পার্স নিয়েও ৯ কোটি পর্যন্ত বিড! CSKতে মুগ্ধ দীপক চাহার! মাহিকেও ধন্যবাদ… দেশের হয়ে মাঠে নামার পরের দিনই T10 লিগে গজনফর, খেলছেন একই সঙ্গে ২টি টুর্নামেন্ট সচিন-রোহিত-কোহলি নন, বৈভবের আদর্শ এক বিদেশি তারকা,যিনি অবসর নেন তাঁর জন্মের আগেই মুম্বইতে থেকেছেন রোহিত! চেন্নাইতে ফিরছেন অশ্বিন! কোন দলে কত ভূমিপুত্র? KKR-এ কত? ভারতীয় ব্যাটাররাই রাজস্থানের ভরসা! বোলিংয়ে অতিরিক্ত বিদেশি নির্ভরতা! কেমন RR দল? ওয়ার্নার-মার্শের পরিবর্তে রাহুল-ব্রুক! দলে স্টার্ক-মুকেশ…কেমন হল দিল্লি দল?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.