প্রার্থী। আবার পাত্রীও। তাই ভোটে জিতেছেন জানতে পেরেই বিয়ের মণ্ডপ ছেড়ে গণনাকেন্দ্রে ছুটলেন পাত্রী থুড়ি প্রার্থী। জয়ের সার্টিফিকেট পেয়ে তবেই শান্তি। ফের বসলেন বিয়ের আসরে।
উত্তরপ্রদেশের রামপুরে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হন পুনম শর্মা। ভোটপর্ব সাঙ্গ হতেই বিবাহপর্বে মন দেন তিনি। কিন্তু ২ মে বিয়ের দিনই ভোটের রেজাল্ট! বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। ব্রাইডাল মেকওভার কমপ্লিট। লেহেঙ্গা পরে তখন একেবারে নববধূর সাজে পুণম। রাত সাড়ে ৯টার সময় আসে খবর।

'আপনি তো ভোটে জিতেছেন!' খবর পেতেই আনন্দে লাফিয়ে ওঠেন পুনম। এরপর সোজা যান গণনা কেন্দ্রে। সঙ্গে পরিবারের সদস্যরাও হাজির হন। নির্বাচন কমিশনের থেকে সার্টিফিকেট গ্রহণ করেন। বধুবেশে তাঁর এই ছবি যে যে কোনও ব্রাইডাল শুটকে হার মানাবে, তা বলাই বাহুল্য।
এরপর আবার বিয়ের মণ্ডপে ফিরে আসেন জয়ী প্রার্থী। বিয়ের দিনই ভোটে জিতে কেমন লাগছে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুনম বলেন, 'জীবনে ভাবিনি বিয়ের দিন এমন সুসংবাদ পাব। ভোটে লড়ার সময়ে স্থানীয়দের পাশে দাঁড়ানোই আমার লক্ষ্য ছিল। এবার এলাকার সমস্যাগুলির সমাধান ও উন্নয়নে মন দিতে চাই।'