বাংলা নিউজ > ঘরে বাইরে > Uttar Pradesh Fire: ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ মাসের শিশু-সহ একই পরিবারের ছ’জন পুড়ে মারা গেল উত্তরপ্রদেশে

Uttar Pradesh Fire: ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ মাসের শিশু-সহ একই পরিবারের ছ’জন পুড়ে মারা গেল উত্তরপ্রদেশে

ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ মাসের শিশু-সহ একই পরিবারের ছ’জন পুড়ে মারা গেল উত্তরপ্রদেশে

মঙ্গলবার রাতে ফিরোজাবাদ জেলার জাসরানা এলাকার পদ্মা শহরের এক দোকানের বেসমেন্টে আসবাবপত্রের শোরুমে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। সেই বিল্ডিংয়ের তিন তলা পর্যন্ত সেই আগুন ছড়িয়ে পড়ে। এর জেরেই একই পরিবারের তিন প্রাপ্তবয়স্ক ও তিন শিশুসহ ছয়জনের মৃত্যু হয়।

উত্তরপ্রদেশে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ছ’জন জীবন্ত পুড়ে প্রাণ হারালেন। ঘটনায় আরও তিনজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, যে বিল্ডিংয়ে আগুন লাগে, তার নিচ তলায় একটি ফার্নিচার এবং ইলেক্ট্রনিক পণ্যের দোকান রয়েছে। সেই দোকান থেকেই আগুন লাগে। সেই বিল্ডিংয়েরই ওপরের তলায় বসবাসকারী পরিবার আগুনে পুড়ে প্রাণ হারায়। জানা গিয়েছে, মৃতদের মধ্যে তিনজন শিশু।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ফিরোজাবাদ জেলার জাসরানা এলাকার পদ্মা শহরের এক দোকানের বেসমেন্টে আসবাবপত্রের শোরুমে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। সেই বিল্ডিংয়ের তিন তলা পর্যন্ত সেই আগুন ছড়িয়ে পড়ে। এর জেরেই একই পরিবারের তিন প্রাপ্তবয়স্ক ও তিন শিশুসহ ছয়জনের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে নিহতরা হলেন মনোজ (৩৫), নীরজ (৩৩), ভরত (১৫), শিবানী (২২), হর্ষ বর্ধন (১২) এবং তেজস্বী (৬ মাস)।

ফিরোজাবাদের ডিএম ও এসএসপি ঘটনার কথা স্বীকার করেছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অগ্নিকাণ্ডে শোক প্রকাশ করেছেন এবং প্রত্যেক মৃত পিছু দুই লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। জানা যায়, আগুন লাগায় বাড়ির অংশ ভেঙে উদ্ধারকাজ চালানো হয়। এর জন্য জেসিবি ব্যবহার করা হয়েছে। ডিএম রবি রঞ্জন ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ছয়জনই জ্বলন্ত বাড়িতে আটকা পড়েছিল। দমকল কর্মীরা তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপরে মৃতদেহগুলিকে সরিয়ে নেওয়া হয় ঘটনাস্থল থেকে। আগ্রা, মাইনপুরি, ইটাহ এবং ফিরোজাবাদের ফায়ার ব্রিগেড থেকে ১৮টি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। ১২টি থানার পুলিশকর্মীরা উদ্ধার অভিযানে হাত লাগায়। এলাকাটি ঘিঞ্জি হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার একটি আশঙ্কা ছিল। তাতে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারত।

বন্ধ করুন