বাংলা নিউজ > ঘরে বাইরে > Viral Video: নাচতে নাচতে এন্ট্রি নিতে গিয়ে স্টেজ থেকে পড়ে গেলেন বর-কনে!

Viral Video: নাচতে নাচতে এন্ট্রি নিতে গিয়ে স্টেজ থেকে পড়ে গেলেন বর-কনে!

ছবি : ইনস্টাগ্রাম  (Instagram )

সৌভাগ্যবশত দু'জনেরই চোট লাগেনি। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো লাফালাফি করে নাচতে শুরু করে দেন কনে।

গত কয়েক বছর ধরে নতুন ট্রেন্ড হয়েছে। বিয়েতে হবু বর করে নাচতে নাচতে এন্ট্রি নেন। এমনই এক ট্রেন্ডের বশে অতি-উত্তেজিত হয়ে গেলেন এক নব দম্পতি। বিচিত্ ভঙ্গিমায় নাচতে গিয়ে সোজা চিত্পটাং হলেন তাঁরা! যদিও সৌভাগ্যবশত দু'জনেরই চোট লাগেনি।

ভিডিয়োতে স্বামীর পিঠে চড়ে পড়তে দেখা যায় কনেকে। আর সেইখানেই হয় বিপত্তি। ড্রেস পড়ে তো আর এসব করা যায় না! টাল সামলাতে না পেরে ছিটকে পড়েন দু'জনে।পড়ে যান ডান্স ফ্লোর থেকে। তবে সঙ্গে সঙ্গেই উঠে পড়েন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো লাফালাফি করে নাচতে শুরু করে দেন কনে।

দেখুন সেই ভিডিয়ো:

শুধু সাহেবি বিয়েতেই নয়। আজকাল এ দেশেও বিয়েতে কোরিওগ্রাফ করা নাচে এন্ট্রি নিচ্ছেন হবু দম্পতিরা। তবে সাবধান! উত্তেজনার বশে উপরের ভিডিয়োর মতো কান্ড ঘটিয়ে ফেলবেন না যেন। কারণ নাচ ভাল হলে যেমন ভাইরাল হবেন, উল্টে পড়লেও কিন্তু আরও বেশি ভাইরাল হবেন।

ভিডিয়ো দুটি কেমন লাগল? নাচের তালে এভাবে এন্ট্রির ট্রেন্ড আপনার কেমন লাগে? কমেন্টে জানাতে ভুলবেন না যেন।

বন্ধ করুন