অযোধ্য়ায় রামমন্দির তৈরি হয়েছে। রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে এবার সেই রামলালার মূর্তি কেন একলা তা নিয়ে কটাক্ষ করলেন কর্ণাটকের মুখ্য়মন্ত্রী সিদ্ধারামাইয়া। এনিয়ে দ্বিতীয়বার এনিয়ে মুখ খুললেন তিনি। কেন রামমন্দিরে কেবলমাত্র রামচন্দ্রের মূর্তি রয়েছে তা নিয়ে প্রশ্ন তুললেন সিদ্ধারামাইয়া। গোটা পরিবার কোথায় গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিদ্ধারামাইয়া। সেই সঙ্গেই তার মতে এটা বিজেপির একটা খারাপ অভ্য়াস।
কোপ্পালে কনকগিরি উৎসবে শনিবার রাতে সিদ্ধারামাইয়া জানিয়েছেন, ভারতীয়রা কেবলমাত্র ভগবান রামচন্দ্রের পুজো করেন এমনটা নয়, তাঁরা হনুমানেরও পুজো করেন।
সিদ্ধারামাইয়া জানিয়েছেন, আমরা যৌথ পরিবার থেকে এসেছি। সেকারণে আমরা মন্দিরে রামচন্দ্রের সঙ্গে সীতা, লক্ষ্মণ ও হনুমানকেও দেখি। কিন্তু আপনি কি কখনও দেখেছেন যেখানে রামচন্দ্র একলা থাকেন? আমি মন্দিরে এমনটা জীবনে দেখিনি। সেকারণেই আমরা বলি সীতা রাম কি জয়!
সমাজে অসাম্য ছড়ানোর জন্য এই ধরনের মূর্তি স্থাপন করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
তিনি বলেন, হিটলার ও মুসোলিনিও একটা সময় অসাম্য তৈরির চেষ্টা করেছিলেন। আমাদের দেশেও কিছুজন এই ধরনের একনায়কতন্ত্রকে অনুসরণ করেন। ঘৃণা ছড়ানোর থেকে আমরা এই সমাজকে ভালোবাসার উপর সবসময় গুরুত্ব দিয়ে থাকি।
তিনি বলেন, যদি রাজীব গান্ধীকে হত্যা করা না হত তবে আমিই জিততাম। কিন্তু অতীতের কথা দেখে এটা বুঝতে পারছি যে যদি আমি জিততাম তবে আমাকে জাতীয় রাজনীতিতে প্রবেশ করতে হত। সেক্ষেত্রে আমি দুবারের জন্য় এই রাজ্য়ের মুখ্য়মন্ত্রী হতে পারতাম না। মুখ্য়মন্ত্রী হিসাবে আমি একাধিক ভালো স্কিম করেছি।
হিমাচল প্রদেশের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, বিজেপি কখনওই মানুষের আশীর্বাদ নিয়ে জিতে আসেনি। ওরা সবসময় অপারেশন লোটাসের মাধ্য়মে ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করে।
অযোধ্যার রামমন্দিরে যে মূর্তিটি আছে, সেটি রামলালার পাঁচ বছর বয়সের। পদ্মের উপর দাঁড়িয়ে রয়েছে রামলালা। এখন সেটি রয়েছে গর্ভগৃহে। নতুন নির্মিত রামমন্দিরে এখন এটাই রয়েছে। যার কাজ করেছেন বিখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ। রামমন্দির এবং রামলালার মূর্তি প্রতিষ্ঠার আয়োজন হয়েছিল বেশ জমকালো। সেখানে দেশের তামাম ধনী ব্যক্তিরা যোগ দিয়েছিলেন। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা গিয়েছিল। এছাড়া অভিনেতা–অভিনেত্রী, রাজনীতিবিদ, গায়ক, শিল্পী থেকে নানা শিল্পপতি সেখানে হাজির হন এবং কারুকাজ দেখেন।