এবার অপরিশোধিত জ্বালানি তেল, বিমানের টারবাইনের জন্য প্রয়োজন হয় এমন জ্বালানি তেল ও ডিজেলের উপর থেকে উইন্ডফল ট্যাক্স কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। অপরিশোধিত পেট্রলিয়াম থেকে প্রতি টনে ১২,২০০ টাকা থেকে কমিয়ে ৯,০৫০ টাকা প্রতি টন করা হয়েছে।
১৮ অক্টোবর থেকে এটা লাগু হচ্ছে বলে খবর। অন্যদিকে এটিএফ থেকেও এই উইন্ডফল ট্যাক্স কমানো হচ্ছে। সেখানে প্রতি লিটারে ৩.৫০ থেকে কমিয়ে প্রতি লিটারে ১ টাকা করা হচ্ছে। ডিজেলে আগে উইন্ডফল কর ছিল প্রতি লিটারে ৫ টাকা। সেটা কমিয়ে প্রতি লিটারে ৪ টাকা করা হচ্ছে। মানে লিটারে এক টাকা করে উইন্ড কর কমানো হচ্ছে।
সেই সঙ্গে সরকার জানিয়েছে, ডিজেলের উপর থেকে লেভিও কমানো হয়েছে। মানে আগে প্রতি লিটারে ৫.৫ টাকা লেভি দিতে হত। সেটা কমিয়ে ৫ টাকা প্রতি লিটার করা হয়েছে। আর এটিএফ থেকেও লেভি কমানো হচ্ছে কিছুটা। আগে প্রতি লিটারে ৩.৫ টাকা লেভি দিতে হত। সেখানে লেভি কমিয়ে প্রতি লিটারে ২.৫ টাকা প্রতি লিটার করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর থেকে এই নয়া রেট ধার্য্য করা হয়েছে।
এদিকে ২০২২ সালের ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকার প্রথম এই উইন্ডফল কর ধার্য্য করেছিল। স্থানীয়ভাবে প্রস্তুত অপিরশোধিত তেলের উপর এই কর ধার্য্য করা হয়েছিল। কারণ হিসাবে যেটা জানা গিয়েছিল তেল প্রস্তুতকারক কোম্পানিগুলি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরবর্তী পর্যায়ে তেল বেচে বিরাট লাভ করতে শুরু করে।আর এক্ষেত্রেই সাধারণত সরকার উইন্ডফল কর লাগু করে। তবে এবার এই উইন্ডফল ট্যাক্স কমিয়ে নিয়ে যাওয়ার জেরে ওই সমস্ত জ্বালানির দাম কমবে কি না সেটা নিয়েও জোর চর্চা চলছে।
এদিকে ১৭ অক্টোবর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ছিল যথেষ্ট চড়া। মধ্য়প্রাচ্য সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। তার আগে এই পরিস্থিতি।