বাংলা নিউজ > ঘরে বাইরে > সন্তানদের গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী মহিলা, গ্রেফতার স্বামী, রয়েছে কী নিয়ে অভিযোগ?

সন্তানদের গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী মহিলা, গ্রেফতার স্বামী, রয়েছে কী নিয়ে অভিযোগ?

মহিলার আত্মহত্যা ঘিরে বিহারে তোলপাড়।

জানা গিয়েছে, তিন সন্তানকে প্রথমে ফাঁস বেঁধে হত্যা করে, তার পর নিজে আত্মহত্যার রাস্তা বেছে নেন মহিলা। এদিকে, মহিলা ও তাঁর সন্তানদের হত্যার ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই দেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়।

তিন সন্তানকে খুন করে নিজে আত্মঘাতী হলেন মা। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে বিহারে। শহরের পুলিশ সুপারিন্টেডেন্ট জানিয়েছেন, মালতী দেবী নামে ওই মহিলা নিজের সন্তানদের খুন করে আত্মঘাতী হয়েছেন। বিহারের গয়ার মগরা এলাকায় এই ঘটনা ঘটে গিয়েছে।

জানা গিয়েছে, তিন সন্তানকে প্রথমে ফাঁস বেঁধে হত্যা করে, তার পর নিজে আত্মহত্যার রাস্তা বেছে নেন মহিলা। এদিকে, মহিলা ও তাঁর সন্তানদের হত্যার ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই দেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়। পুলিশ জানিয়েছে,  প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, স্বামীর হাতে রোজ অত্যাচারিতা হয়ে ওই মহিলা আত্মহত্যার রাস্তা বেছে নেন। মালতীর পরিবারের সকলে এই ঘটনার জন্য মালতীর স্বামীকে দায়ী করেছেন। এদিকে, অভিযোগ পেয়ে, পুলিশ গ্রেফতার করেছে মালতী দেবীর স্বামীকে। তবে পুলিশ জানিয়েছে, আপাতত গোটা ঘটনা তদন্তের ওপর রয়েছে। 

এদিকে, এর আগে মধ্যপ্রদেশে একটি ঘটনা ঘটে গিয়েছে। যেখানে দেখা গিয়েছে, ৩৪ বছর বয়সী এক মহিলার স্বামী তাঁর স্ত্রীকে বিউটি পার্লার যেতে না দেওয়ায় মহিলা আত্মহত্যার রাস্তা নেন। মধ্যপ্রদেশের ইন্দোর জেলার ঘটনা সেটি। জানা গিয়েছে, ঘটনাটি এরোড্রোম পুলিশ স্টেশনের কাছে ঘটে গিয়েছে। ওই ঘটনায় মৃতা মহিলার নাম রীনা যাদব। জানা গিয়েছে, ১৫ বছরের বিবাহিত জীবনে এই ঝগড়া এমনই আকার নিয়েছিল, যে শেষে তিনি আত্মহত্যার রাস্তা নেন। পুলিশ জানিয়েছে, রীনার স্বামী বলরাম তাঁকে বিউটি পার্লারে যেতে বারণ করায়, সে আত্মঘাতী হয়। বলরাম পরে বাড়ি ফিরে এসে স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান। এরপর বিহারের ঘটনায় স্বামীর দিকে গিয়েছে অভিযোগ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন