মূল্যস্ফীতির বিষয়টি নিয়ে সংসদের উভয় কক্ষেই আলোচনা হয়েছে। বিরোধীরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার উপর তীব্র আক্রমণও করেছে। কিন্তু আজ বুধবার, ৩ অগস্ট এই মূল্যস্ফীতির ক্ষত নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ করতে পারে কেন্দ্র। কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের একটি বড় উপহার দিতে পারে মোদী সরকার। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হবে। সেই বৈঠকেই কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন দেওয়া হতে পারে।
1/5সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বছরে দুবার সংশোধন করা হয়, জানুয়ারি এবং জুলাই মাসে। চলতি বছরের শুরুতে একবার ডিএ বাড়িয়েছে সরকার। এখনও পর্যন্ত, দ্বিতীয়বার ডিএ বাড়ানোর বিষয়ে সরকারের তরফ থেকে কোনও ঘোষণা করা হয়নি। তবে আজ মন্ত্রিসভার বৈঠকের পর সরকার এই সংক্রান্ত ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে।
2/5অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের (AICPI) ভিত্তিতে ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। এবার জুন মাসে খুচরা মূল্যস্ফীতি ৭.০১ শতাংশে পৌঁছেছে। এই মুদ্রাস্ফীতির হার RBI-এর নির্ধারিত মূল্যস্ফীতির ২ থেকে ৬ শতাংশের পর্যায়ের চেয়ে বেশি। এমন পরিস্থিতিতে, অনেক মিডিয়া রিপোর্ট অনুসারে, মহার্ঘ ভাতা এবং ডিআর ৪ শতাংশ বৃদ্ধি করা হতে পারে।
3/5গত কয়েক মাস ধরে AICPI ক্রমাগত বেড়েছে। এর কারণে এটা স্পষ্ট যে কর্মচারীদের মহার্ঘ ভাতা কমপক্ষে ৪ শতাংশ বৃদ্ধি পেতে পারে। জুনে AICPI ছিল ১২৯.২। মে মাসে তা ১২৯ ছিল। এর আগে মার্চ মাসে AICPI সূচক ১ পয়েন্ট বেড়ে ১২৬ হয়োছিল। এরপর এপ্রিল মাসে AICPI সূচক ১.৭ পয়েন্ট বেড়ে ১২৭.৭ হয়।
4/5কোনও সরকারি কর্মীর মূল বেতন ৫৬,৯০০ টাকা হলে ৩৮ শতাংশ মহার্ঘ ভাতা বাবদ ২১,৬২২ টাকা ডিএ পাবেন কর্মচারী। বর্তমানে ৩৪ শতাংশ হারে ডিএ বাবদ ১৯,৩৪৬ টাকা পাওয়া যাচ্ছে। ডিএ ৪ শতাংশ বৃদ্ধি পেলে এই কর্মচারীদের বেতন ২২৭৬ টাকা বৃদ্ধি পাবে। অর্থাৎ বছরে প্রায় ২৭,৩১২ টাকা বেতন বাড়বে।
5/5এদিকে কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেসিক স্যালারি ১৮,০০০ টাকা হলে বর্তমানে ডিএ বাবদ তিনি ৬,১২০ টাকা টাকা পান। যদি ৪ শতাংশ ডিএ বাড়ে, তাহলে মহার্ঘ ভাতা বাবদ সেই কর্মচারী প্রতি মাসে ৬,৮৪০ টাকা পাবেন। অর্থাৎ, মাসিক বেতন ৭২০ টাকা বাড়বে।