বাংলা নিউজ > ছবিঘর > ICC ODI World Cup 2023: যা ভয় ছিল তাই হল ফাইনালে, রূপকথা নয় রুঢ় বাস্তব নিয়েই বাঁচতে হবে ভারতকে

ICC ODI World Cup 2023: যা ভয় ছিল তাই হল ফাইনালে, রূপকথা নয় রুঢ় বাস্তব নিয়েই বাঁচতে হবে ভারতকে

দশে ১০ করে ফাইনালে উঠলেও, আসল ১১ নম্বর ম্যাচটিতেই পা হড়কায় রোহিত বাহিনী। এবারের বিশ্বকাপে একটি মাত্র ম্যাচে হেরেছে ভারত। আর সেটাই ফাইনাল। এর চেয়ে বড় যন্ত্রণা ভারতের কাছে আর কী হতে পারে! এক ঝলকে দেখে নিন ২০২৩ ওডিআই বিশ্বকাপে ভারতের যাত্রা পথ।