বাংলা নিউজ >
ছবিঘর >
Shruti Das: ‘বাবা অসুস্থ’, তাই এই বছরও কাটোয়ার বাড়িতেই দোল খেলবেন শ্রুতি
Shruti Das: ‘বাবা অসুস্থ’, তাই এই বছরও কাটোয়ার বাড়িতেই দোল খেলবেন শ্রুতি
Updated: 14 Mar 2022, 05:34 PM IST
লেখক Priyanka Bose
ছোটবেলা থেকে এক বছরও এমন যায়নি যে শ্রুতি দোল খেলেননি।
1/4টেলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। ‘দেশের মাটি’ ধারাবাহিকের ‘নোয়া’ শ্রুতি নেটমাধ্য়মে দারুণ সক্রিয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। এর আগেও শ্রুতির দেখা মিলেছিল ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে। (ছবি ইনস্টাগ্রাম)
2/4চলতি বছর দোলে কী প্ল্যান রয়েছে শ্রুতির? এ বিষয় সংবাদমাধ্য়মকে অভিনেত্রী জানিয়েছেন, বাবা অসুস্থ। তাই দোলে বাইরে যাওয়ার কোনও প্ল্যান নেই নায়িকার। বাড়িতে পরিবারের সঙ্গে রঙ খেলবেন বলে জানিয়েছেন।
3/4ইন্ডাস্ট্রিতে আসার আগে পর্যন্ত প্রতি বছর কাটোয়ার বাড়িতেই দোল খেলতেন শ্রুতি। ছোটবেলা থেকে এমন কোনও বছর যায়নি, যে তিনি দোল খেলেননি। এমনকি বাদুড়ে রঙ মেখেও বাড়ি ফিরতেন বলে জানিয়েছেন।
4/4ছোটবেলায় শ্রুতিকে নারকেল তেল মাখিয়ে নাকি রঙ খেলতে ঘরের বাইরে পাঠাতেন নায়িকার মা। শ্রুতির চুল বেঁধে ভালো করে নারকেল তেল মাখিয়ে বাবার সঙ্গে একবার দোল খেলতে পাঠিয়েছিলেন তাঁর মা। সেই বছরই বাড়ির ফিরে দরজা ধাক্কাতেই, অভিনেত্রীর মা নাকি তাঁকে চিনতেই পারেননি। ভেবেছিল অন্য বাড়ির মেয়ে, এতটাই রঙ মেখে ফিরেছিলেন তিনি।