বাংলা নিউজ >
ছবিঘর >
পর্দার 'ওম-তোড়া' এবার বাস্তকে মা-বাবা হবেন, কেমন দিন কাটছে হবু মা মধুবনীর!
পর্দার 'ওম-তোড়া' এবার বাস্তকে মা-বাবা হবেন, কেমন দিন কাটছে হবু মা মধুবনীর!
Updated: 13 Jan 2021, 07:01 PM IST
লেখক Priyanka Bose
ধারাবাহিক 'ভালবাসা ডট কম' থেকে শুরু হয়েছিল ওম-তোড়ার ভালোবাসার গল্প। পর্দার 'ওম-তোড়া' এবার বাস্তকে মা-বাবা হতে চলেছেন।
1/8শীঘ্রই মা হতে চলেছেন টেলি অভিনেত্রী মধুবনী গোস্বামী। গত ৫ নভেম্বর প্রথমবার 'বেবি বাম্প'-এর ছবি ইনস্টাগ্রামে হ্যান্ডেলে শেয়ার করেন তিনি।
2/8এবার নতুন ভূমিকায় দর্শকের ‘ওম-তোড়া’ অর্থাৎ মধুবনী গোস্বামী-রাজা গোস্বামী। পর্দার 'ওম-তোড়া' এবার বাস্তকে মা-বাবা হতে চলেছেন।
3/8সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতি মুহূর্তে নতুন সদস্যের আপডেট দিয়ে চলেছেন তাঁরা। আপাতত দ্বিতীয় ট্রাইমেস্টার চলছে মধুবনীর।
4/8এখন শ্বশুরবাড়িতে রয়েছেন অভিনেত্রী। শুধু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট থাকলে তবেই বাইরে বেরোচ্ছেন তিনি। অন্যদিকে, এমন পরিস্থিতে কিন্তু চুটিয়ে শ্যুটিং করছেন রাজা।
5/8কাজের স্বার্থে অনেক লোকজনের মাঝে থাকতে হয় রাজাকে। তাই করোনার নিয়মবিধি মেনে সব কিছু করলেও বাড়ি এসে দূরত্ব বজায় রাখছেন স্ত্রীর সঙ্গে। এমনকি দুজনে রাতে ঘুমোচ্ছেনও আলাদা ঘরে।
6/8মধুবনীর কথায়, সন্তান জন্মাবার পর তাঁর একটু বড় হওয়ার পরই তিনি ফের কাজে ফিরছেন। তিনি মনে করেন, মায়ের থেকে বেশি কেউ তার সন্তানের খেয়াল রাখতে পারে না। ‘তাই যতদিন না ও বড় হচ্ছে, আমি ওর সঙ্গেই থাকব’।
7/8অনুরাগীদের সঙ্গে তাঁদের জীবনের সব কিছু ভাগ করে নিতে আগ্রহী তিনি। তাই সন্তানকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার কথা ভাবেননা অভিনেত্রী। সন্তান সকলের সামনেই বড় করবেন বলে জানান।
8/8 মাস কয়েক পরেই জীবনের নতুন অধ্যায় শুরু করবেন রাজা-মধুবনী। মেয়ে হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন রাজা। তবে হবু মা-এর আলাদা কোনও ভাবনার কথা জানা যায়নি।
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.