বাংলা নিউজ > ছবিঘর > AI Voice command Feature in UPI: ক্লিকের বদলে ভয়েসেই UPI-এর মাধ্যমে করা যাবে লেনদেন, জানালেন RBI গভর্নর

AI Voice command Feature in UPI: ক্লিকের বদলে ভয়েসেই UPI-এর মাধ্যমে করা যাবে লেনদেন, জানালেন RBI গভর্নর

ইউপিআই লেনদেনকে আরও 'ইউজার-ফ্রেন্ডলি' করতে যুগান্তকারী পদক্ষেপ করতে চলেছে সরকার। এই নিয়ে গতকালই বড় ঘোষণা করেছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। ইউপিআই প্রযুক্তিতে নয়া সংযোজনের কথা জানিয়ে শক্তিকান্ত দাস বলেন, ইউপিআই-তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার আসবে।