বাংলা নিউজ > ছবিঘর > China Map Controversy: মানচিত্রে অরুণাচলকে জায়গা দিল চিন, জিনপিংকে G20 বৈঠক থেকে বাদ দেওয়া হোক, মোদীকে বলল কংগ্রেস

China Map Controversy: মানচিত্রে অরুণাচলকে জায়গা দিল চিন, জিনপিংকে G20 বৈঠক থেকে বাদ দেওয়া হোক, মোদীকে বলল কংগ্রেস

গতকালই নিজেদের 'স্ট্যান্ডার্ড' মানচিত্র প্রকাশ করেছিল চিন। তাতে অরুণাচলপ্রদেশ এবং আকসাই চিনকে নিজেদের দেশের অংশ হিসেবেই দেখিয়েছে বেজিং। এই আবহে এবার কংগ্রেসের তরফে কেন্দ্রকে 'পরামর্শ' দেওয়া হল, জি২০-র বৈঠকে দিল্লিতে যাতে শি জিনপিংকে আমন্ত্রণই না জানানো হয়।