জমিয়ে জামাইষষ্ঠী পালন করলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস। সঙ্গে ছিলেন স্ত্রী সঞ্চিতা। জামাই আদরের দিনে তাঁর জন্য অসংখ্য পদের বন্দোবস্ত করা হয়েছিল। যা দেখে নেটপাড়া হাঁ হয়ে গিয়েছে। বাংলাদেশের সুপারস্টারের জামাইষষ্ঠী উদযাপনের ছবি দেখে নিন এখানে -
1/5এত্ত বড় মাছের মাথা!! জামাইষষ্ঠীতে জামাই আদরের কোনও খামতি থাকল না। প্রায় ৩০ পদ দিয়ে বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাসকে আপ্যায়ন করা হল। যা দেখে অনেকের রসিকতা, একসঙ্গে এতগুলি পদ খেতে পেরেছেন তো লিটন? আর আজ যদি প্রায় ৩০ টি পদ খেয়ে নেন, তাহলে তো আগামী কয়েকদিন তাঁকে জিমেই কাটাতে হবে। (ছবি সৌজন্যে, ফেসবুক LD Sonchita)
2/5আয়ারল্যান্ড থেকে দেশে ফিরে জামাইষষ্ঠী পালন করেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। ডেনিম জিন্স এবং নীল রঙের পঞ্জাবি পরে জামাইষষ্ঠী পালন করতে আসেন। সঙ্গে ছিলেন স্ত্রী সঞ্চিতা। যিনি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন। যে ছবি থেকে বোঝা গিয়েছে, কতটা জামাই আদর পেয়েছেন লিটন। (ছবি সৌজন্যে, ফেসবুক LD Sonchita)
3/5একটি ছবিতে দেখা গিয়েছে, জামাইষষ্ঠী স্পেশাল খাবারের সামনে বসে আছেন বাংলাদেশের তারকা লিটন। একটি ছবিতে আবার লিটনের হাতে বিশাল বড় মাছের মাথা দেখা গিয়েছে। একেবারে হাসিমুখে দেখা গিয়েছে লিটনকে। (ছবি সৌজন্যে, ফেসবুক LD Sonchita)
4/5লিটনকে কী কী খাবার দেওয়া হয়েছিল? ভাত, বিভিন্ন রকমের মাছ, বিভিন্ন রকম ভাজা, ফল, মিষ্টি, পুডিংয়ের মতো পদ তৈরি হয়েছিল লিটনের জন্য। তবে কী কী পদ শেষপর্যন্ত খেয়ে উঠতে পেরেছেন লিটন, তা অবশ্য তা ফাঁস করেননি বাংলাদেশি তারকা। (ছবি সৌজন্যে, ফেসবুক LD Sonchita)
5/5সোশ্যাল মিডিয়ায় জামাইষষ্ঠী উদযাপনের ছবি পোস্ট করে বাংলাদেশি তারকা লিটন লেখেন, 'জামাইষষ্ঠী। ওঁদের যে আমাদের জীবনে পেয়েছি, সেটার জন্য নিজেকে ধন্য মনে করছি।' (ছবি সৌজন্যে, ফেসবুক LD Sonchita)