বাংলা নিউজ > ছবিঘর > বাংলার মুখ > First Look of Kalikapur Metro Station: শীঘ্রই চালু হবে নিউ গড়িয়া-রুবি মেট্রো, দেখুন কালিকাপুর স্টেশনের ‘ফার্স্ট লুক’
First Look of Kalikapur Metro Station: শীঘ্রই চালু হবে নিউ গড়িয়া-রুবি মেট্রো, দেখুন কালিকাপুর স্টেশনের ‘ফার্স্ট লুক’
কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে শীঘ্রই আংশিক ভাবে যাত্রী পরিষেবা চালু হতে পারে। এই রুটে নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত মেট্রো লাইনের কাজ প্রায় সম্পন্ন। শেষ মুহূর্তের কাজ চলছে বিভিন্ন স্টেশনে। এই আবহে রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে এই রুটে কবি সুকান্ত স্টেশনের কাজ প্রায় শেষ।
1/5জানা গিয়েছে, কালিকাপুর সংলগ্ন মেট্রো স্টেশনের নাম রাখা হয়েছে কবি সুকান্ত। স্টেশনটিতে ঢোকার মুখেই সুকান্তর ছবি এবং কবিতার লাইন লেখা বড় একটি পোস্টার লাগানো হয়েছে। স্টেশনটিতে থাকছে ৮টি চলমান সিঁড়ি, ৪টি লিফট, ১২টি সিঁড়ি। এদিকে যাত্রীদের নিরাপত্তার জন্য গোটা স্টেশনে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
2/5উল্লেখ্য, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো লাইনে পরীক্ষামূলক ভাবে ছুটেছে মেট্রো। ইএম বাইপাসের ওপর দিয়ে যাওয়া এই মেট্রো লাইনে ৮০ কিমি প্রতি ঘণ্টা বেগের থেকেও দ্রুত গতিতে ছুটেছে মেট্রো। ট্রায়াল রানে নিউ গড়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ৫.৪ কিমি দূরে অবস্থিত হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন (রুবি) পৌঁছতে মেট্রো রেকের সময় লেগেছিল প্রায় আট মিনিট।
3/5নিউ গড়িয়া থেকে রুবি রুটের মধ্যে পাঁচটি স্টেশন রয়েছে। সেগুলি হল - কবি সুভাষ (নিউ গড়িয়া), সত্যজিৎ রায় (এসআরএফটিআই সংলগ্ন এলাকা), জ্যোতিরিন্দ্র নন্দী (অজয়নগর এলাকা), কবি সুকান্ত (কালিকাপুর) এবং হেমন্ত মুখোপাধ্যায় (রুবি)। এদিকে কবি সুভাষ মেট্রো স্টেশনে 'নর্থ-সাউথ' লাইনের সঙ্গে রুবির মেট্রোলাইন সংযুক্ত হয়েছে ইতিমধ্যেই।
4/5উল্লেখ্য, নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো প্রকল্পের ঘোষণা পর এক দশক কেটে গিয়েছে। জমি জটের কারণে ব্যাহত হয়েছে কাজ। ইএম বাইপাসে কালিকাপুরের কাছে জমি জটের কারণে দীর্ঘদিন ধীর গতিতে এগিয়েছিল মেট্রো প্রকল্পের কাজ। তবে সেই জট খুলছে ধীরে ধীরে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হলেই মেট্রোর ভূগর্ভস্থ টানেল তৈরির কাজের জন্য রেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে চিংড়িঘাটা এবং মেট্রোপলিটান এলাকা।
5/5নিউ গড়িয়া থেকে রাজারহাট হয়ে বিমানবন্দরগামী মেট্রোর অরেঞ্জ লাইনের জন্য চিংড়িঘাটা এবং মেট্রোপলিটান এলাকা তৈরি হবে ৮০০ মিটার লম্বা আন্ডারগ্রাউন্ড টানেল। গত সপ্তাহে শুক্রবার এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় রাজ্যের মুখ্যসচিব এইচকে দ্বিবেদীর নেতৃত্বে। এদিকে ভিআইপি বাজারে যেখানে দিয়ে মেট্রোর ব্রিজ যাওয়ার কথা, সেখানে ভূগর্ভে সিইএসসির বিদ্যুতের তার রয়েছে। যা নিয়ে এই জটিলতা তৈরি হয়েছে। হাই ভোল্টেজ এই বিদ্যুতের তারগুলিকে সেখান থেকে সরানো হবে। তারপরই এই এলাকায় নির্বিঘ্নে মেট্রোর কাজ করা যাবে।