বসন্তের ছোঁয়া লাগতে পারেনি বঙ্গে। এবছর শীতের বিদায়ের পর থেকেই তাপমাত্রার পারদ রকেট গতিতে ঊর্ধ্বমুখী হয়েছে। এদিকে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হচ্ছে। এদিকে হোলিতে কলকাতায় বেশ ভালোই গরম থাকতে চলেছে। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
1/5এখন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আশেপাশে কোনও ঘূর্ণাবর্ত অবস্থান করছে না। উত্তরপূর্বাঞ্চল দিক থেকে বয়ে আসা বাতাস প্রবেশ করছে রাজ্যে। সেটা খুবই উষ্ণ। ফলে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গে। বাতাসে আর্দ্রতা অনেকটাই কমে গিয়েছে। এই পরিস্থিতিতে শুষ্কতা বেড়েছে।
2/5গতকাল কলকাতার ক্ষেত্রে বাতাসে সর্বনিম্ন আর্দ্রতা ৪০ শতাংশ ছিল। ফলে কলকাতার আবহাওয়া আপাতত খুব শুষ্ক। গতকাল অর্থাৎ শুক্রবার কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে অনেকটাই ওপরে রয়েছে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। এবং উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং বাদ দিয়ে অন্যান্য জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া থাকবে।
3/5আগামী দু থেকে তিন দিন কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কলকাতার ক্ষেত্রে দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি থাকবে আর অন্যান্য জেলাতে দিনের তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রির কাছাকাছি থাকবে।
4/5শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৮ শতাংশ, সর্বনিম্ন ৩৩ শতাংশ। আজ, শনিবার কলকাতায় সকালের দিকে আকাশ রৌদ্রজ্বল থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ এবং ২২ ডিগ্রির আশেপাশে থাকবে।
5/5এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া খটখটে শুষ্ক থাকলেও উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টি জারি রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে আজও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৭ মার্চ পর্যন্ত এই দুই জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে হাওয়া অফিসের ওয়েবসাইট সূত্রে। তবে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত।