ডিএ আন্দোলনকে 'নাটক' অখ্যা দিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এর আগেও ডিএ আন্দোলনকারীদের একাধিক বার বিভিন্ন ভাষায় আক্রমণ শানিয়েছেন ফিরহাদ। এবার তিনি চরম 'হুমকি' দিলেন আন্দোলনরত সরকারি কর্মীদের উদ্দেশে। পাশাপাশি তিনি বলেন, 'নাটক আর আন্দোলনের মধ্যে তফাৎ আছে।'
1/5ফিরহাদ বলেন, 'আমরা সব সময় চাই সরকারি কর্মীরা ভালো থাকুক। তাহলে আমরাই খুশি হব। তবে আমার কাছে যদি অর্থ না থাকে তাহলে আমার পেটে ঘুষি মারলেও টাকা বেরোবে না। এখন আন্দোলনকারীরা যে হারে ডিএ চাইছেন, সেই হারে যদি ডিএ দিই আর অন্য রাজ্যের মতো কেন্দ্রের মতো আমরাও পেনশন বন্ধ করে দিই, তাতে মানুষের বেশি ক্ষতি হবে, যারা আজ আন্দোলন করছেন, চাকরি করছেন তারাও তো একদিন অবসর নেবেন। তারাও তো পেনশন নেবেন। তাহলে ক্ষতিটা কাদের হবে?' (Utpal Sarkar)
2/5এদিকে অনশনরত ডিএ আন্দোলনকারীদের প্রসঙ্গে ফিরহাদ বলেন, 'এই ক্ষেত্রে চিকিৎসক পাঠানো যায় না। নাটক আর আন্দোলনের মধ্যে তফাৎ আছে। সুপ্রিম কোর্টে মামলা চলছে। সেখানে বিশ্বাস না করে আন্দোলনে নামলাম। এর অর্থ কী?' এর আগেও ফিরহাদ ডিএ আন্দোলনকারীদের বলেছিলেন, 'রাজ্য সরকারের চাকরি ছেড়ে কেন্দ্রীয় সরকারের করতে'। (Utpal Sarkar)
3/5এদিকে ডিএ আন্দোলন ইস্যুতে বিরোধীদের তোপ দেগে রাজ্যের মন্ত্রী বলেন, 'বিরোধী দলের নেতারা আন্দোলনের মঞ্চে যাচ্ছেন। এতে আলোচনার সম্ভাবনা বাড়ছে না। বরং উল্টোটা হচ্ছে। তাহলে তো আন্দোলনের দরকারই ছিল না। সেটা না করে এরা আন্দোলন করছেন, অনশন করছেন। অনশন মানে তো ছবি তুলতে যাচ্ছেন। তাহলে যিনি ছবি তুলতে যাচ্ছেন তাঁকে আমি কী বলব?' (Utpal Sarkar)
4/5প্রসঙ্গত, আন্দোলনরত সরকারি কর্মচারীদের বক্তব্য, এই পে কমিশনের প্রথম থেকেই সরকার ৬ শতাংশ ডিএ বলে ঘোষণা করে আসছে, সেটা মিথ্যা। সরকার এইচআর-এর টাকা ১৫ শতাংশ থেকে ৩ শতাংশ কমিয়ে ১২ করেছে। সেটাই ডিএ বলে চালাচ্ছে। ওটা আসলে ডিএ নয়। সরকারি কর্মীদের অভিযোগ, তাঁরা কোনও ডিএ পাচ্ছিলেন না। এখন ৩ শতাংশ ঘোষণা করল। তাঁরা ৩৯ শতাংশ ডিএ চাইছেন। (Utpal Sarkar)
5/5এদিকে ডিএ ধর্মঘটে অংশ নেওয়া সরকারি কর্মচারীদের শোকজ নোটিশ পাঠানো হচ্ছে। ডিএ ধর্মঘটে অংশ নিয়ে যে সরকারি কর্মীরা ইচ্ছাকৃত ভাবে অফিস থেকে অনুপস্থিত ছিলেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই জানিয়েছিল রাজ্য সরকার। সরকারের তরফে জানানো হয়ছে, ধর্মঘটে অংশগ্রহণকারী কর্মীদের বেতন কাটা যাবে। একদিনের কর্মজীবনে ছেদ পড়বে। যাঁরা অনুপস্থিত থাকবেন, তাঁদের শোকজ করা হবে। শোকজের জবাব সন্তোষজনক না হলেও শৃঙ্খলামূলক পদক্ষেপ করা হবে। (Utpal Sarkar)