Multibagger Tata Group Share: বেশিরভাগ আইটি স্টকেরই হাঁড়ির হাল। কিন্তু এমন পরিস্থিতিতেও দুর্দান্ত রিটার্ন দিচ্ছে টাটা এলক্সি-র শেয়ার।
1/6মন্দা এবং মূল্যস্ফীতির উদ্বেগ বাজারে। তা সত্ত্বেও, শেয়ারহোল্ডারদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে কিছু স্টক। আর তারই অন্যতম উদাহরণ হল টাটা এলক্সি(Tata Elxsi) শেয়ার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (PTI)
2/6এ বছর বেশিরভাগ আইটি স্টকই প্রচণ্ড চাপে। এদিকে টাটা গ্রুপের এই আইটি স্টক চলতি বছরে ৪২% রিটার্ন দিয়েছে। ফাইল ছবি: রয়টার্স (PTI)
3/6২০১৩ সালেই এই শেয়ারটি ১০২ টাকার স্তরে ছিল। আর এখন তা বেড়ে দাঁড়িয়েছে বহুগুণ বেশি। ফাইল ছবি: গুগল ফিন্যান্স (PTI)
4/6বর্তমানে টাটা এলক্সি-র শেয়ারের দাম ৮,৩৭০ টাকা করে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স এবং পিটিআই) (PTI)
5/6টাটা-র এই শেয়ার চলতি বছরের শুরুতেই ৫,৮৯৩ টাকা করে ছিল। ফাইল ছবি: গুগল ফিন্যান্স (PTI)
6/6হিসাব অনুযায়ী, কেউ যদি ৯ বছর আগে ১ লক্ষ টাকা দিয়ে এই শেয়ার কিনে রাখতেন, আজ তিনি ৮২ লক্ষ টাকা রিটার্ন পেতেন। (ছবিটি প্রতীকী সৌজন্যে রয়টার্স) (PTI)