BJP Lok Sabha Vote Survey: ১৯-এ জেতা ১০ আসনে লড়াই কঠিন, অভ্যন্তরীণ সমীক্ষায় চিন্তার রেখা BJP-র কপালে
Updated: 14 Apr 2024, 05:46 PM IST২০১৪ সালে কংগ্রেসকে অনেকটাই পিছনে ফেলে দিয়ে কেন্দ্রে ক্ষমতা দখল করেছিল মোদীর বিজেপি। এরপর ২০১৯ সালে সেই ব্যবধান আরও বাড়ে। আর ২০২৪ সালে বিজেপির লক্ষ্য ৩৭০টি আসন। তবে মোদীর নির্ধারণ করে দেওয়া সেই আসন সংখ্যায় কি বিজেপি পৌঁছতে পারবে?
পরবর্তী ফটো গ্যালারি