Changes From June: মে শেষে জুন পড়তেই বদলে গেল একগুচ্ছ নিয়ম। এই নিয়ম বদলে সরাসরি প্রভাবিত হবে আম জনতা। গৃহ ঋণে সুদের হার থেকে অন্যান্য ব্যাঙ্ক চার্জ, সোনার হলমার্ক... অনেক নিয়মই বদলাচ্ছে আজ থেকে। একনজরে দেখুন সেই বদলগুলি:
1/6ইন্ডিয়া পোস্টে আধার ভিত্তিক লেনদেন: এই মাস থেকে আধার ভিত্তিক পেমেন্ট ব্যবস্তা চালু করতে চলেছে ইন্ডিয়া পোস্ট। এই নিয়ম আগামী ১৫ জুন থেকে কার্যকর হবে দেশ জুড়ে। মাসের প্রথম আধার ভিত্তিক টাকা তোলা, টাকা জমা দেওয়া বা মিনি স্টেটমেন্ট বের করা যাবে বিনামূল্যে। প্রতি ক্ষেত্রে দ্বিতীয় লেনদেন থেকে দিতে হবে ২০ টাকা, সঙ্গে লাগবে জিএসটি। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)) (MINT_PRINT)
2/6বাইকের থার্ড পার্টি বিমার খরচ বৃদ্ধি: কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের ঘোষণা অনুযায়ী বিভিন্ন সিসি-র ইঞ্জিনের বাইকের জন্য থার্ড পার্টি বিমার প্রিমিয়াম বাড়ানো হচ্ছে। ৭৫ সিসি-র কম ইঞ্জিন ক্ষমতার দুই চাকার জন্য, থার্ড পার্টি ইনস্যুরেন্স কভারের দাম আজ থেকে হবে ৫৩৮ টাকা। ৭৫ সিসিথেকে ১৫০ সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতার দুই চাকার জন্য বিমার প্রিমিয়াম দিতে আজ থেকে খরচ করতে হবে ৭১৪ টাকা। ১৫০ সিসি থেকে ৩৫০ সিসি পর্যন্ত বাইকের প্রিমিয়াম খরচ বেড়ে হবে ১,৩৬৬ টাকা। ৩৫০ সিসি-র বেশি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন টু-হুইলারের ক্ষেত্রে প্রিমিয়াম খরচ হবে ২,৮০৪ টাকা। (MINT_PRINT)
3/6চার চাকার থার্ড পার্টি বিমা: ব্যক্তিগত চার চাকার ঘাড়ির জন্যও প্রিমিয়ামের খরচ বাড়তে চলেছে আজ থেকে। ১ জুন থেকে, ১,০০০ সিসি-র কম ইঞ্জিন ক্ষমতা সহ একটি গাড়ির জন্য প্রিমিয়াম হবে ২,০৯৪ টাকা। ১,০০০ সিসিথেকে ১,৫০০ সিসি-র বেশি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন গাড়ির জন্য প্রিমিয়াম হবে ৩,৪১৬ টাকা। ১,৫০০ সিসি-র বেশি ইঞ্জিন ক্ষমতা সহ গাড়ির জন্য, প্রিমিয়াম হবে ৭,৮৯৭ টাকা। এই প্রিমিয়ামের হারগুলি শেষবার ২০১৯-২০ অর্থবর্ষে সংশোধিত হয়েছিল। মহামারী চলাকালীন অপরিবর্তিত রাখা হয়েছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (MINT_PRINT)
4/6অ্যাক্সিস ব্যাঙ্ক স্যালারি এবং সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য পরিষেবা চার্জ বাড়িয়েছে। ব্যাঙ্কে ন্যূনতম ব্যালেন্স ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করা হয়েছে। (MINT_PRINT)
5/6স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গৃহ ঋণে নে সুদের হার ৪০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭.০৫% করেছে। SBI-এর ওয়েবসাইট অনুযায়ী, বর্ধিত সুদের হার ১ জুন, ২০২২ থেকে কার্যকর হবে। (MINT_PRINT)
6/6এবার থেকে সমস্ত ধরনের সোনায় বসতে চলেছে হলমার্ক ট্যাগ। বিক্রেতারা কেবলমাত্র হলমার্ক সোনার গয়নাই বিক্রি করতে পারবেন। যে সোনা যত ক্যারটেরই হোক না কেন, তার উপর বসবে হলমার্ক ট্যাগ। এর আগে ১৪ ক্যারট, ১৮ ক্যারট, ২০ ক্যারট, ২২ ক্যারট এবং ২৩ ক্যারট এবং ২৪ ক্যারট সোনার উপর হলমার্ক বসত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (MINT_PRINT)