বাংলা নিউজ > ছবিঘর > CBI Chargesheet on ICICI Loan Fraud: ভিডিয়োকনকে ঋণ দেওয়ায় ICICI ব্যাঙ্কের ১০০০ কোটির লোকসান, দাবি CBI-এর

CBI Chargesheet on ICICI Loan Fraud: ভিডিয়োকনকে ঋণ দেওয়ায় ICICI ব্যাঙ্কের ১০০০ কোটির লোকসান, দাবি CBI-এর

বেণুগোপাল ধূতের ভিডিয়োকনকে ঋণ দেওয়ার জেরে আইসিআইসিআই ব্যাঙ্কের ১০০০ কোটি টাকারও বেশি লোকসান হয়েছিল। ঋণ দুর্নীতি মামলার চার্জশিটে এমনই দাবি করল সিবিআই। ১০ হাজার পাতার এই চার্জশিট দাখিল করা হয়েছে বেণুগোপাল ধূত এবং কোছর দম্পতির বিরুদ্ধে। তবে অভিযুক্তরা আপাতত জামিনে মুক্ত।