বাংলা নিউজ > ছবিঘর > County Championship 2023: ইংল্যান্ডে সতীর্থদের দোষে নির্বাসিত ‘নিরীহ’ পূজারা! ১২ পয়েন্ট কাটা গেল সাসেক্সের

County Championship 2023: ইংল্যান্ডে সতীর্থদের দোষে নির্বাসিত ‘নিরীহ’ পূজারা! ১২ পয়েন্ট কাটা গেল সাসেক্সের

কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ডিভিশনে কড়া শাস্তির মুখে পড়ল সাসেক্স। বড়সড় ধাক্কা খেল প্রথম ডিভিশনে ওঠার স্বপ্ন। তার জেরে নির্বাসনের মুখে পড়লেন সাসেক্সের অধিনায়ক চেতেশ্বর পূজারা। এক ম্যাচের তাঁকে নির্বাসিত করা হয়েছে।