বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি আজ নিম্নচাপে পরিণত হয়েছে। এরই সঙ্গে জানা গেল আসন্ন ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ। এর আগে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল, ঘূর্ণিঝড় মোখা কোন দিকে এগোবে তা নিয়ে নির্দিষ্ট তথ্য মিলবে নিম্নচাপ সৃষ্টির পর। এই আবহে আজকে মৌসম ভবন জানিয়ে দিল যে কোনদিকে এই ঝড় এগিয়ে যাবে।
1/6দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল দু'দিন আগে। আজ সেই একই স্থানে এই ঘূর্ণাবর্তটি পরিণত হয়েছে নিম্নচাপে। এর প্রভাবে আন্দামান ও নিকোবরে দুর্যোগ নামতে চলেছে। বর্তমানে কলকাতা থেকে ১৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই নিম্নচাপটি। এই সপ্তাহেই এটি স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে জানিয়ে দিয়েছে মৌসম ভবন।
2/6হাওয়া অফিস জানিয়েছে, শনিবার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে। আজ, ৮ তারিখ সকালের দিকে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। এরপরে ৯ তারিখ সেটি আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপ পরিণত হতে পারে। ৯ তারিখের পর এই নিম্নচাপ উত্তর দিকে এগোতে থাকবে। তারপর মধ্য বঙ্গোপসাগরের কাছে ১০ তারিখ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
3/6১০ তারিখ ঘূর্ণিঝড়টি এগোতে শুরু করবে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ছেড়ে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ১১ মে পর্যন্ত এই ঘূর্ণিঝড়টি উত্তর, উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছবে। এরপর এটি ধীরে ধীরে ফিরে এসে উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে যাবে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও মিয়ানমার উপকূলের দিকে।
4/6এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ, ৮ মে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আগামিকাল, ৯ মে নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবরে। ১০ ও ১১ মে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই আবহে দ্বীপপুঞ্জে জারি করা হয়েছে সতর্কতা। মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
5/6হাওয়া অফিস জানিয়েছে, শনিবার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে। আজ, ৮ তারিখ সকালের দিকে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। এরপরে ৯ তারিখ সেটি আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপ পরিণত হতে পারে। ৯ তারিখের পর এই নিম্নচাপ উত্তর দিকে এগোতে থাকবে। তারপর মধ্য বঙ্গোপসাগরের কাছে ১০ তারিখ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
6/6এদিকে ওড়িশাতেও আজ থেকে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ। এর ফলে হাওয়া অফিসের তরফে সেই রাজ্যের ১৮টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। সেই রাজ্যের উপকূলবর্তী একাধিক বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আজ থেকে। হাওয়া অফিস জানিয়েছে কটক, পুরী, ভদ্রক, জাজপুর ও কেন্দ্রাপাড়ার মতো এলাকা বৃষ্টিতে ভিজতে পারে।