বঙ্গোসাগরে ‘জন্ম’ নিল ঘূর্ণিঝড় ‘মোখা’। যা আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, যে সময় উপকূল পার করবে ‘মোখা’, সেইসময় ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে তাণ্ডব চালাবে। ঘূর্ণিঝড় নিয়ে সাম্প্রতিক আপডেট দেখে নিন -
1/5ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর যে অতি গভীর নিম্নচাপ অবস্থান করছিল, তা শেষ ছ'ঘণ্টায় আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে (ঘণ্টায় গতিবেগ ছিল আট কিলোমিটার)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/5ভারতীয় মৌসম ভবন: আপাতত (ভোর ৫ টা ৩০ মিনিট) দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে ঘূর্ণিঝড়। যা পোর্টব্লেয়ারের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে ৫১০ কিমি এবং বাংলাদেশের কক্সবাজারের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ১,২১০ কিমি দূরে অবস্থান করছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
3/5ভারতীয় মৌসম ভবন: এবার উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ঘূর্ণিঝড় এবং আজ মধ্যরাত নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর বাঁক খেতে শুরু করবে। শুক্রবার সকাল থেকে আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। যা শুক্রবার সন্ধ্যায় মধ্য বঙ্গোপসাগরের উপর অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যায় ‘মোখা’-র প্রাবল্য সবথেকে বেশি হবে। রবিবার সকাল থেকে তা কিছুটা দুর্বল হতে শুরু করবে। সেদিন দুপুর-বিকেল নাগাদ কক্সবাজার এবং কেয়াকফিউয়ের মধ্যে দিয়ে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং উত্তর মায়ানমার উপকূল পার করবে ‘মোখা’। সেইসময় ‘মোখা’-র গতিবেগ ঘণ্টায় ১২০-১৩০ কিমি থাকবে। ঝড়ের সর্বোচ্চ বেগ কখনও কখনও ঘণ্টায় ১৪৫ কিমিতে পৌঁছে যেতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
5/5এমনিতে বঙ্গোপসাগরে ওই ঘূর্ণিঝড় যখন ঘনাতে শুরু করেছিল, তখন পশ্চিমবঙ্গে আমফানের স্মৃতি উসকে দিয়েছিল। ওই ঘূর্ণিঝড়েরও অভিমুখ পশ্চিমবঙ্গ হবে কিনা, তা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছিল। তবে শেষপর্যন্ত যখন ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, তখন গরমে পুড়ছে পশ্চিমবঙ্গ। আজ ১৫ টি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)