বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছিল যে ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড় মোখার ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ২১০ কিমি ছুঁতে পারে। তবে ল্যান্ডফলের আগেই এই গতিবেগ ২৪০ কিমি প্রতি ঘণ্টা ছুঁয়ে ফেলেছে বলে জানা যাচ্ছে। যা নিয়ে আতঙ্কিত দক্ষিণপূর্ব বাংলাদেশের বাসিন্দারা।
1/6আজ আর কিছুক্ষেই বাংলাদেশ ও মায়ানমারের উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড় মোখা। এদিকে সুপার সাইক্লোনে পরিণত হওয়ার আভাস দিচ্ছে ঘূর্ণিঝড়টি। স্থলভাগে ঘূর্ণিঝড়ের কেন্দ্রবিন্দু প্রবেশের আগেই এটি ২৪০ কিমি প্রতি ঘণ্টার বেগে ঝোড়ো বাতাস বইয়ে দিচ্ছে। এই আবহে ল্যান্ডফলের পর কী তাণ্ডব হবে তা নিয়ে আতঙ্কিত সবাই।
2/6ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মোখার সামনের অংশ প্রবেশ করেছে স্থলভাগে। এরপর ধীরে ধীরে স্থলভাগে তাণ্ডব চালাতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়ের ‘চোখ’ বা কেন্দ্রবিন্দু। ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রবিন্দু থেকে ৭৪ কিলোমিটারের মধ্যে বিস্তীর্ণ এলাকায় ঝড়ের গতিবেগ গড়ে ১৯০ কিমি প্রতি ঘণ্টার কাছাকাছি থাকবে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এরপর আর কিছুক্ষণে তা ল্যান্ডফল করবে উপকূলীয় অঞ্চলে।
3/6ঘূর্ণিঝড় মোখার জেরে দমকা হাওয়া ঘণ্টায় ২১৫ কিমি ছুঁতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস। এই গতি ২২০ কিমি ছুঁলেই ‘সুপার সাইক্লোন’ আখ্যা পেত মোখা। উল্লেখ্য, ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ ৮৮ থেকে ১১৭ হলে সেটিকে বলা হয় প্রবল ঘূর্ণিঝড়। বাতাস যদি ১১৭ থেকে ২২০ কিলোমিটার বেগে বয়ে যায়, তবে তা হয়ে ওঠে অতি প্রবল ঘূর্ণিঝড়। আর ২২০ কিমির বেশি বেগে বাতাস বয়ে গেলে তাকে সুপার সাইক্লোন বলা হয়।
4/6এদিকে লাইভ মিন্টের রিপোর্ট অনুযায়ী, আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট 'জুম আর্থ'-এর তথ্য বলছে, ইতিমধ্যেই ঘণ্টায় ২৪০ কিমি প্রতি ঘণ্টা বেগ ছুঁয়ে ফেলেছে ঘূর্ণিঝড় মোখা। সংবাদসংস্থা এএফপি-ও জানিয়েছে যে ঝড়ের গতিবেগ আরও প্রবল হচ্ছে সময়ের সঙ্গে। আজ ১২টা নাগাদ ল্যান্ডফলের সময় যদি এই গতিবেগেই ঝড় হতে থাকে, তাহলে অনেক ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা।
5/6এদিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের থেকে ঘূর্ণিঝড় মোখা অনেকটা দূরে সরে গেলেও এখনও এর প্রভাব অনুভূত হচ্ছে সেখানে। এই আবহে আজ সকালে আন্দামান দ্বীপপুঞ্জে হাওয়ার গতি ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার। মাঝে মাঝে দমকা হাওয়ার বেগ ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা হয়ে যেতে পারে। পাশাপাশি জলোচ্ছ্বাসের পরিস্থিতি তৈরি হবে আন্দামান সাগরে। আজ ভারী বৃষ্টিপাত হতে পারে ভারতের উত্তরপূর্বের রাজ্যগুলিতেও।
6/6মার্কিন যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, একটা সময়ে ঘূর্ণিঝড় মোখার কারণে ২৫৯ প্রতি ঘণ্টা বেগে ঝোড় বয়ে যাচ্ছিল সাগরে। এই ঘূর্ণিঝড়রকে ‘ক্যাটাগরি ৫ হারিকেন’ আখ্যা দেওয়া হয়েছে। তবে ভারত এবং বাংলাদেশ, উভয় দেশের আবহাওয়া দফতরই জানিয়ে দিয়েছে, ল্যান্ডফলের সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতি হবে ২১০ থেকে ২১৫ কিমি প্রতি ঘণ্টা।