আগামী সপ্তাহেই স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মোখা। তবে কোথায় আছড়ে পড়বে এই ঝড়? তা নিয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য দিতে পারেনি মৌসম ভবন। তবে আজকে সর্বশেষ প্রকাশিত 'প্রোজেকশন' অনুযায়ী, এই সিস্টেমটির প্রভাব মিয়ানমারে গিয়ে পড়তে পারে ১১ তারিখ।
1/5ঘূর্ণিঝড় মোখার প্রভাবে অন্ধ্রপ্রদেশ, কেরল এবং তামিলনাড়ুতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়ে গিয়েছে মৌসম ভবন। ঘূর্ণিঝড়টি আগামী সপ্তাহেই স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। বঙ্গোপসাগরে গতকাল যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে, তা বর্তমানে কলকাতা থেকে ১৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। তবে ক্রমেই এই দূরত্ব কমবে আগামী কয়েকদিনে।
2/5আজ, ৭ মে এই সিস্টেমটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর থেকে সরে দক্ষিণপূর্ণ বঙ্গোপসাগরে চলে যাবে। আজ বা আগামিকাল এই সিস্টেমটি ঘূর্ণাবর্ত থেতে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বইবে। সঙ্গে বৃষ্টিও হবে। এদিনও অবশ্য ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি থাকবে।
3/5হাওয়া অফিস জানিয়েছে, শনিবার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে। ৮ তারিখ সকালের দিকে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। পরে ৯ তারিখ সেটি আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপ পরিণত হতে পারে। ৯ তারিখের পর এই নিম্নচাপ উত্তর দিকে এগোতে থাকবে। তারপর মধ্য বঙ্গোপসাগরের কাছে ১০ তারিখ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
4/5মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত আগামিকাল সকাল নাগাদ শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। পরে সেটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ১০ মে নাগাদ। ভারতের পূর্ব উপকূল অথবা বাংলাদেশ ও মিয়ানমারে আছড়ে পড়তে পরে এই ঘূর্ণিঝড়। তবে এই সংক্রান্ত কোনও নির্দিষ্ট তথ্য এখনও প্রকাশ করা হয়নি হাওয়া অফিসের তরফে। অবশ্য, ১১ তারিখ এই সিস্টেমের প্রভাব পড়তে পারে পশ্চিম মিয়ানমার উপকূলে। হয়ত সেখানেই আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তবে মৌসম ভবন ল্যান্ডফল নিয়ে কোনও তথ্য এখনও প্রকাশ করেনি।
5/5আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রাভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপূঞ্জে ৮ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে এই দ্বীপপুঞ্জের ওপর দিয়ে বাইতে পারে ঝোড়ো হাওয়া। এর জেরে ইতিমধ্যেই লাল সকর্তকা জারি করা হয়েছে এই দ্বীপপুঞ্জে। ৮ তারিখ, সোমবার ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার সেই হাওয়ার বেগ আরও বেড়ে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটারে পৌঁছতে পারে।