বাংলা নিউজ > ছবিঘর > Cyclone Mocha Update on 7th May: কোথায় অবস্থান ঘূর্ণাবর্তের? ঘূর্ণিঝড় মোখা বঙ্গোপসাগরের বুক চিড়ে এগোবে কোন দিকে

Cyclone Mocha Update on 7th May: কোথায় অবস্থান ঘূর্ণাবর্তের? ঘূর্ণিঝড় মোখা বঙ্গোপসাগরের বুক চিড়ে এগোবে কোন দিকে

শনির সকালে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী একদিনের মধ্যে এই সিস্টেমটি নিম্নচাপে পরিণত হতে পারে। পরে সেটি আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপ পরিণত হতে পারে। এরপর এই নিম্নচাপ উত্তর দিকে এগোবে।

অন্য গ্যালারিগুলি