EB vs MB: এক সপ্তাহের মধ্যে ৫ গোলের বদলা নিল লাল-হলুদ, ফিরতি যুব ডার্বিতে মোহনবাগানকে ২-০ হারাল ইস্টবেঙ্গল
Updated: 24 Mar 2024, 08:48 PM ISTছোটদের হোক কিংবা বড়দের, কলকাতা ময়দানের ডার্বি মানেই, উত্তেজনার পারদ তুঙ্গে থাকে। রবিবার, ২৪ মার্চও তার অন্যথা হয়নি। বিশেষ করে ইস্টবেঙ্গল আগের ম্যাচে ৫ গোল খাওয়ার পর এই ম্যাচে তেতেছিল লাল-হলুদ ব্রিগেড। সমর্থকেরাও বদলার আগুনে ফুটছিল। অবশেষে বাগানকে হারিয়ে সমর্থকদের মনের জ্বালা মেটাল লাল-হলুদের যুব দল।
পরবর্তী ফটো গ্যালারি