Farmers' Agitation Latest Update: 'বাংলায় ২০টি ভুল করা CPIM-এর পক্ষে নই', বলল আন্দোলনকারী কৃষকরা, তোপ কংগ্রেসকেও
Updated: 13 Feb 2024, 02:13 PM ISTবিজেপির পাশাপাশি কংগ্রেসকে তোপ কিষাণ মজদুর মোর্চার। শুধু তাই নয়, তারা যে বামেদের পক্ষেও নয়, তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে সংগঠনের তরফ থেকে। এদিকে আজ হরিয়ানার শম্ভু সীমান্ত পরিণত হয় রণক্ষেত্রে। এই আবহে পঞ্জাবেই আটকে পড়েছেন কৃষকরা। এরপরে হরিয়ানার কৃষকদের আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়।
পরবর্তী ফটো গ্যালারি