পিতৃ দিবসে নিজেকে এবং সকল সিঙ্গেল বাবা-মায়েদের শুভেচ্ছা জানিয়েছেন করণ জোহর।
1/7দুই ছেলেমেয়ে যশ এবং রুহি, মা হিরু জোহরকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছেন পরিচালক প্রযোজক করণ জোহর। ফাদার্স ডে-র দিন নেটমাধ্যনে দুই যমজ সন্তানের সঙ্গে একাধিক আদুরে ছবি শেয়ার করেছেন করণ। (ছবি ইনস্টাগ্রাম)
2/7ছবি পোস্ট করে লিখেছেন, 'আমার মাথায় মায়ের আশীর্বাদ এবং তাঁর নিরলস ভালোবাসা সমর্থন না থাকলে আমি মন থেকে এমন সিদ্ধান্ত নিতে পারতাম না… আমাদের ভালোবাসা তিনি.. আমার বাচ্চারাও!!'
3/7আরও লিখেছেন, ‘আমি কি বলব এমন একটি দিন নেই যেদিন আমি রুহি এবং যশকে আমার জীবনে আনার জন্য বিশ্বকে ধন্যবাদ দিই না! আমাকে এবং সমস্ত অবিবাহিত বাবা-মাকে পিতৃ দিবসের শুভেচ্ছা!’
4/7শেষ তিনি লিখেছেন, ‘লালন-পালনের জন্য দুজনকে প্রয়োজন হয় তেমনটা নয়। একটা শক্তপোক্ত হৃদয় থাকা জরুরি। আমি জানি আমার হৃদয়…. ’ সঙ্গে লাল ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন করণ।
5/7দুই যমজ ছেলেমেয়ে যশ এবং রুহিকে দত্তক নিয়েছেন করণ। পরিচালক-প্রযোজক নিজে একাই দুই সন্তান রুহি ও যশকে বড় করছেন। প্রায়শই দুই সন্তানের সঙ্গে নেটমাধ্যমে ছবি শেয়ার করেন।
6/7দেখতে দেখতে পাঁচ বছর বয়স হয়েছে যশ-রুহির। এ দিন পিতৃ দিবসের পোস্টে নিজের মা'কে-ও কৃতজ্ঞতা জানিয়েছেন করণ।
7/7পরিচালক প্রযোজক পোস্টে জানিয়েছেন, যে সকল মানুষ একা হাতে সন্তানদের বড় করছেন, তাঁদের সকলেরই কখনও না কখনও মানসিক জোর প্রয়োজন হয়। তিনি যেমন নিজের মাকে পাশে পেয়েছেন, তেমন যেন পান অন্যরাও।