OTT-তে স্বত্ব বিক্রি করে নির্মাতারা কত কোটি টাকা আয় করেছেন এই বলিউড ছবিগুলি থেকে জানেন?
1/8সিনেমার ক্ষেত্রে নতুন জায়গা করেছে ওটিটি প্ল্যাটফর্ম। সিনেমা থেকে আয় ছাড়াও, নির্মাতারা ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে কোটি টাকার চুক্তি করেছেন। বিশেষ করে বড় তারকাদের ছবির জন্য প্রচুর ক্রেজ রয়েছে। আজ এই তালিকায় আমরা আপনাকে এমনই সিনেমার কথা বলব যার ডিজিটাল রাইটস ডিল অবাক করবে।
2/8এ বছরই 'পাঠান' দিয়ে বড় পর্দায় কামব্যাক করছেন শাহরুখ খান। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। শাহরুখের ভক্তরা তাঁর ছবির জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছেন।
3/8বলিউড লাইফের রিপোর্ট অনুযায়ী, অ্যামাজন প্রাইম ভিডিয়ো 'পাঠান'-এর জন্য ২০০ কোটি টাকা খরচ করেছে। তবে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য আসেনি।
4/8যশ অভিনীত 'কেজিএফ চ্যাপ্টার ২' বক্স অফিসে ১০০০ কোটিরও বেশি আয় করেছে। প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে ছবিটি। OTT প্ল্যাটফর্মে 'KGF চ্যাপ্টার ২' বিক্রি হয়েছে ১৪০ কোটি টাকায়। ছবিটি দেখানো হবে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে।
5/8সলমন খান এবং ক্যাটরিনা কাইফের বহুল প্রতীক্ষিত ছবি 'টাইগার ৩'। যশরাজ ব্যানারের এই ছবির শ্যুটিং প্রায় শেষ। দেশের বাইরের অনেক লোকেশনে ছবিটির শ্যুটিং হয়েছে।
6/8সলমনের ছবির স্বত্বও রয়েছে অ্যামাজন প্রাইম ভিডিয়োর কাছে। রিপোর্ট অনুযায়ী, OTT স্বত্ব বিক্রি হয়েছে ২০০ কোটি টাকায়। এই চুক্তিটি শুধুমাত্র হিন্দি সংস্করণের জন্য। হিন্দি ছাড়াও তামিল ও তেলুগুতেও মুক্তি পাবে সলমনের এই ছবি।
7/8মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ছবি 'লাল সিং চাড্ডা'ও মুক্তি পাবে এ বছর। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১১ অগস্ট। 'লাল সিং চাড্ডা'-এর জন্য নেটফ্লিক্স-এর সঙ্গে প্রায় ১৬০ কোটি টাকার চুক্তি হয়েছে বলে খবর।
8/8রণবীর কাপুর ও আলিয়া ভাটের ছবি 'ব্রহ্মাস্ত্র'ও মুক্তির জন্য প্রস্তুত। করণ জোহরের প্রোডাকশনের এই ছবির স্বত্ব ডিজনি প্লাস হটস্টারের কাছে। ছবিটির জন্য চুক্তিবদ্ধ ১৫০ কোটি টাকার।