করোনাভাইরাসের সংক্রমণ রুখতে আজ (সোমবার) থেকে পশ্চিমবঙ্গে জারি হয়েছে একাধিক বিধিনিষেধ। লোকাল ট্রেনের ক্ষেত্রেও একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে লোকাল ট্রেন। বাকি সময় ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলবে। তবে লোকাল ট্রেন নিয়ে যাত্রীদের মনে একাধিক প্রশ্ন আছে। তেমনই কয়েকটি প্রশ্নের উত্তর জেনে নিন -
1/6কখন থেকে লোকাল ট্রেনের পরিষেবা শুরু হবে? পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, ভোর পাঁচটা থেকে লোকাল ট্রেনের পরিষেবা শুরু হবে। রাত ১০ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধ থাকবে। তারপরেই পরিষেবা চালু করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/6টিকিট কাউন্টার খোলা থাকবে? সন্ধ্যা সাতটা পর্যন্ত এমনিতেই সব স্টেশনে টিকিট কাউন্টার খোলা থাকবে। তবে যে স্টেশন থেকে শেষ ট্রেন যে সময় আছে, ততক্ষণ সেই স্টেশনে টিকিট কাউন্টার খোলা থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/6গ্যালোপিং ট্রেন সব স্টেশনে দাঁড়াবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম)। সেই ক্ষমতা দেওয়া হয়েছে ডিআরএমদের হাতে। এমনটাই জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/6পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বিভিন্ন শাখায় এতদিন যে সময়সূচি মেনে ট্রেন চলত, আগামিকাল থেকে সেই মতোই লোকাল ট্রেন চলবে। শুধুমাত্র সন্ধ্যা সাতটার পর কোনও লোকাল ট্রেন চলবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
5/6পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রান্তিক স্টেশন থেকে ট্রেন ছাড়বে। তারপর আর প্রান্তিক স্টেশন থেকে ট্রেন ছাড়বে না। উদাহরণস্বরূপ, শিয়ালদহ-রানাঘাট লাইনে শেষ লোকাল সন্ধ্যা সাতটায় শিয়ালদহ থেকে ছাড়বে। এমন নয় যে সাতটার পর পুরো পরিষেবা থমকে যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
6/6সন্ধ্যা সাতটার পর স্টাফ স্পেশাল ট্রেন চলবে। সেই ট্রেনে কারা উঠতে পারবেন, তা রাজ্য সরকার ঠিক করবে বলে জানিয়েছে পূর্ব রেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)