বাংলা নিউজ > ছবিঘর > G20 on Religious Freedom: সওয়াল ধর্মীয় স্বাধীনতার পক্ষে, অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণের নিন্দায় জি২০

G20 on Religious Freedom: সওয়াল ধর্মীয় স্বাধীনতার পক্ষে, অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণের নিন্দায় জি২০

ধর্মের নামে কোনও ব্যক্তি বা কোনও ধর্মের পূণ্য গ্রন্থে বিরুদ্ধে ঘৃণালূমক আচরণের নিন্দায় সরব হল জি২০ গোষ্ঠী। ভারতের সভাপতিত্বে মিলিত হওয়া জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলি দিল্লি ঘোষণাপত্র গ্রহণ করে গতকাল। সেখানেই ধর্মীয় স্বাধীনতার পক্ষে সওয়াল করা হয় গোষ্ঠীর তরফে। পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতার পক্ষে জি২০।