Adani Net Worth Latest Update: হিন্ডেনবার্গ রিপোর্টের একবছর পর ফের 'সেঞ্চুরি' আদানির, ফুলেফেঁপে উঠল সম্পত্তি
Updated: 08 Feb 2024, 04:42 PM ISTএকটা সময়ে বিশ্বের ধনীতম ব্যক্তিদের প্রথম পাঁচজনের মধ্যে থাকতেন গৌতম আদানি। তবে গতবছর জানুয়ারিতে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পরে ধস নেমেছিল আদানির শেয়ারে। 'নেট ওয়ার্থ' কমেছিল গৌতম আদানির। তবে ধীরে ধীরে ফের ঘুরে দাঁড়িয়েছেন আদানি। আর ২০২৪ সালের দ্বিতীয় মাসে ফের 'সেঞ্চুরি' গৌতম আদানির।
পরবর্তী ফটো গ্যালারি