Google Lay Offs: নিজের চাকরি হারানোর কথা টুইটারে শ... more
Google Lay Offs: নিজের চাকরি হারানোর কথা টুইটারে শেয়ার করেছেন জেরেমি জোসলিন নামের ওই ব্যক্তি। তিনি বলেন, বিষয়টি তার কাছে একেবারে চড় খাওয়ার মতো। 'সবাইকে সামনাসামনি বিদায় জানাতে পারলে ভালো লাগত,' লিখেছেন তিনি।
1/5Google-এ প্রায় ২০ বছর ধরে চাকরি করছেন। হঠাত্ই এল ইমেল। তাতে জানিয়ে দেওয়া হল, 'আজই গুগলের সঙ্গে আপনার শেষ দিন।' এমনই করুণ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন এক 'প্রাক্তন' গুগল কর্মী। ফাইল ছবি: এএফপি (Getty Images via AFP)
2/5নিজের চাকরি হারানোর কথা টুইটারে শেয়ার করেছেন জেরেমি জোসলিন নামের ওই ব্যক্তি। তিনি বলেন, বিষয়টি তার কাছে একেবারে চড় খাওয়ার মতো। 'সবাইকে সামনা-সামনি বিদায় জানাতে পারলে ভালো লাগত,' লিখেছেন তিনি। ছবি: টুইটার (Getty Images via AFP)
3/5বর্তমানে প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের ঢল চলছে। মহামারী পরবর্তী ঢালাও বিনিয়োগ ও ব্যবসা আর নেই। কমেছে নিয়োগও। মন্দার ভয়ে খরচ কমাচ্ছে সংস্থাগুলি। সেই কারণেই কর্মী সংখ্যা হ্রাস করছে তারা। অযথা অতিরিক্ত কর্মী রাখতে নারাজ ছোটো-বড় আইটি সংস্থাগুলি। ফাইল ছবি: এপি (Getty Images via AFP)
4/5গুগল CEO সুন্দর পিচাই কর্মীদের একটি মেল পাঠিয়েছেন। তাতে তিনি জানান, সংস্থা প্রায় ১২ হাজার কর্মীকে ছাঁটাই করবে। সেই হতভাগ্য কর্মীদের মধ্যেই একজন ছিলেন জেরেমি। ফাইল ছবি : রয়টার্স (Getty Images via AFP)
5/5একইভাবে মাইক্রোসফটও প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেমেছে। লিঙ্কডইনে অনুরূপ অভিজ্ঞতা শেয়ার করেছেন এক ভারতীয় বংশোদ্ভূত সফটওয়্যার বিশেষজ্ঞ। তিনি জানান, মাইক্রোসফটে প্রায় ২১ বছর ধরে তিনি চাকরি করেছেন। এরপর হঠাত্ই তাঁকে বরখাস্ত করা হয়েছে। ফাইল ছবি: লিঙ্কডইন (Getty Images via AFP)