Govt on Medical colleges: দেশের ৪০ মেডিক্যাল কলেজ হারাল কেন্দ্রীয় স্বীকৃৃতি! নজরে বাংলা সমেত বহু রাজ্যের আরও ১০০ কলেজ
Updated: 02 Jun 2023, 05:42 PM ISTযে সমস্ত কলেজের এই স্বীকৃতি বাতিল হয়েছে, সেগুলি অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, অসম, পঞ্জাব ও পশ্চিমবঙ্গের কলেজ বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, ‘ন্যাশনাল মেডিক্যাল কমিশন’ লক্ষ্য করেছে অভিযুক্ত কলেজে আধার কার্ড নির্ভর বায়োমেট্রিক উপস্থিতির বিধিতে রয়েছে সমস্যা,
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রতিমন্ত্রী বলছেন, যাতে দেশে চিকিৎসকের সংখ্যায় কমতি না পড়ে, তার জন্য আরও বেশি মেডিক্যাল কলেজ খোলার পথে হাঁটছে সরকার। এছাড়া বাড়ানো হচ্ছে এমবিবিএসএর আসন। সরকারের বেশ কয়েকটি স্কিম রয়েছে, যার হাত ধরে নতুন মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার পথে এগিয়েছে তারা। এরমধ্যে জেলাস্তরের হাসপাতালের উন্নয়ন রয়েছে, যার আওতায় ৯৪ টি মেডিক্যাল কলেজকে কার্যকরি করার অনুমোদন দেওয়া হয়েছে ১৫৭ টির মধ্যে। (প্রতীকী ছবি।)
(Freepik) পরবর্তী ফটো গ্যালারি