২০২১ সালে হার্দিক পাণ্ডিয়া এবং ক্রুনাল পাণ্ডিয়া মুম্বইয়ে চলে আসেন। সেখানে তাঁরা ৮ রুমের একটি বাড়ি কেনেন। এখন সেখানেই থাকেন পাণ্ডিয়া ভাইরা। তাঁদের প্রতিবেশি দিশা পাটানি, টাইগার শ্রফ। দেখে নিন পাণ্ডিয়া ভাইদের বাড়ির অন্দর। দেখলে তাক লেগে যাবে।
1/9হার্দিকের বাড়ির বেডরুম। ঝিমঝাম কিন্তু নজর কাড়া।
2/9খোলা আকাশের নীচে ডাইনিং। দূরে পুরো শহর দৃশ্যমান।
3/9সাজানো গোছানো লিভিং রুমে দেদার চলে ক্রিকেট খেলা।
4/9বাড়ির বাইরে সবুজ লন। ঝা চকচকে ভাবে গুছিয়ে রাখা সবটা।
5/9ছাদের উপর রয়েছে সুইমিং পুল। অবসর যাপনে আর কী চাই!
6/9রয়েছে মিনি থিয়েটারও। মন ভালো করতে পরিবারের সঙ্গে জমিয়ে ইচ্ছেমতো মুভি দেখার সুবিধে রয়েছে।