শাহরুখকে দিয়ে হার্দিকের জায়গা পূরণ হবে, জনসনের পিছনেই বা কেন ১০ কোটি খরচ করল GT? নিলামে মনের মতো প্লেয়ার পেল গুজরাট?
Updated: 20 Dec 2023, 08:15 AM ISTগুজরাট টাইটান্স নিলামে নেমেছিল হার্দিক পান্ডিয়ার বিশাল শূন্যতা পূরণ করার জন্য। গত মাসের শেষের দিকে হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসে। প্যাট কামিন্স এবং রচিন রবীন্দ্রদের মতো অলরাউন্ডারদের নিতে পারেনি গুজরাট। বরং হার্দিকের অভাব কিছুটা ঢাকতে তারা ৭.৪০কোটিতে শাহরুখ খানকে কিনেছে।
পরবর্তী ফটো গ্যালারি