Guideline to Summer Project: ছুটির সময় 'সামার প্রোজেক্ট' নিয়ে নির্দেশিকা স্কুল শিক্ষা দফতরের, করতে হবে কী কী?
Updated: 07 Apr 2023, 08:13 AM ISTজাতীয় শিক্ষা নীতিতে পুঁথিগত বিদ্যা থেকে বাস্তবধর্মী পড়াশোনার ওপর বেশি জোর দেওয়া হয়েছে। কতকটা সেই পথে হেঁটেই স্কুল পড়ুয়াদের মধ্যে গবেষণার স্পৃহা জাগাতে নয়া পদক্ষেপ রাজ্যে স্কুল শিক্ষা দফতরের। স্কুল পড়ুয়ারা যাতে ছোট থেকেই গবেষণামুখী হয়, এর জন্য এবার থেকে 'সামার প্রোজেক্টে'র নিয়ম চালু করা হচ্ছে।
পরবর্তী ফটো গ্যালারি