খুশির ইদ উপলক্ষ্যে সারা বিশ্বেই শুভেচ্ছা বার্তা পরম্পরা মেনে জানানোর রীতি রয়েছে। তবে শুভেচ্ছা পাঠানোর সময় অনেক সময়ই বিভ্রান্তি জাগে যে কোন ধরনের মেসেজ পাঠালে প্রাপক খুশি হবেন। তার জন্য রইল কয়েকটি লাইন। যা হোয়াটস অ্যাপ ও এসএমএস-এর খুবই জনপ্রিয়।
1/6চাঁদের দেখা মিলতেই 'ইদ মুবারক' -এর শুভেচ্ছাবার্তা পাঠানোর রেশ শুরু হয়ে যায়। ইদের হাত ধরে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের জয়গান ছড়িয়ে পড়ে। আলিঙ্গনের আনন্দে সমস্ত কালিমা ভুলে মানুষ মেতে ওঠেন নতুন জীবনবোধে। এদিকে, তার মাঝে 'ইদের চাঁদ' হিসাবে পছন্দের মানুষটিকে যাঁরা দেখেন তাঁরাও সেই প্রেমিকাকে ইদের বিশেষ শুভেচ্ছা পাঠাতে ব্যস্ত হয়ে পড়েন। আর এই সমস্ত শুভেচ্ছা বার্তা যদি হয় শায়রির মাধ্যমে বা কোনও বাংলা লাইনে তাহলে কেমন হয়? দেখে নেওয়া যাক, ইদের শুভেচ্ছা বার্তার কিছু সেরা শায়রি ও কবিতা। (Photo by Asif HASSAN / AFP) (AFP)
2/6মির্জা গালিবের লেখা- ইদের শুভেচ্ছা বার্তায় এই উর্দু লাইনগুলিও খুবই জনপ্রিয়। সেখানে লেখা হচ্ছে, 'যাতে হুয়ে কেহতে হো ক্যায়ামতকো মিলেঙ্গে, ক্যায়া খুব ক্যায়ামত কা হ্যায় গয়া কোই দিন অউর।' (AFP)
3/6ফৈজ আহমেদ ফৈজের লাইন- তাঁর লেখার মাধুর্য জগদ্বিখ্যাত। উর্দু সাহিত্যিক ফৈজের লেখা লাইন -'অউর ক্যায়া দেখনে কো বাকি হ্যায়, আপসে দিল লাগা কে দেখ লিয়া।' (AFP)
4/6বাংলা কিছু লাইনও এই ইদের দিনের শুভেচ্ছা বার্তায় রয়েছে ভাইরাল। লেখা হচ্ছে, 'নীল আকাশে ইদের চাঁদ। ইদের আগে চাঁদনি রাত। ইদ হল খুশির দিন, দাওয়াত রইল ইদের দিন।'May 24, 2020. REUTERS/Umit Bektas TPX IMAGES OF THE DAY (AFP)