আজ ফ্রেন্ডশিপ ডে। আর বন্ধুত্বের এই উদযাপনে অন্তঃসত্ত্বা নুসরত বড্ড মিস করছেন তাঁর প্রথম বন্ধু, প্রাণের বন্ধুকে। যাঁর সঙ্গে রয়েছে নায়িকার নাড়ির টান।
1/8সবসময়ই সংবাদ শিরোনামে থাকেন নুসরত জাহান। নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের উত্সাহের শেষ নেই। নিখিল জৈনের সঙ্গে বিতর্কিত বিয়ে (নায়িকার দাবি লিভ ইন), যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম থেকে অন্তঃসত্ত্বা হওয়ার খবর- নুসরত মানেই যেন বিতর্ক! কিন্তু এই কঠিন সময়ে নুসরতের পাশে সবসময় থাকেন যে বন্ধু, তিনি কে জানেন? (ছবি-ইনস্টাগ্রাম)
2/8ইন্ডাস্ট্রিতে নুসরতের সবচেয়ে কাছের বন্ধু মিমি, কিন্তু এখন সেই ইকুয়েশন বদলেছে বলেই মত অনেকের। কিন্তু দুই ‘বোনুয়া’র সম্পর্কের বাঁধন বেশ মজবুত। অন্যদিকে যশ দাশগুপ্তের সঙ্গে তো এখন মন দেওয়া-নেওয়া সেরে ফেলেছেন নুসরত। কিন্তু নুসরতের জীবনের সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন বন্ধুর জায়গা জুড়ে রয়েছেন অন্য কেউ!
3/8আজ পয়লা অগস্ট, বন্ধুত্ব দিবস। আর ফ্রেন্ডশিপ ডে-র দিনে হবু মা নুসরত জাহান ইনস্টাগ্রামের দেওয়ালে এই ছবি পোস্ট করে লিখলেন, ‘আমার প্রথম বন্ধুকে জানাই ফ্রেন্ডশিপ ডে-র শুভেচ্ছা’। ছবিতে মেয়েবেলার স্মৃতি রোমন্থন করতে দেখা গেল নুসরত জাহানকে। ছবিতে হলুদ রঙা ফ্রক পরা নুসরত আগলে রয়েছেন তাঁর ছোট বোন নুজহাত জাহানকে। হ্যাঁ, নুজহাতই সবচেয়ে প্রিয় বন্ধু নায়িকার। (ছবি-ইনস্টাগ্রাম)
4/8নুসরতরা দুই বোন। অভিনেত্রী তথা সাংসদ নুসরত সামাজিক মাধ্যমে প্রায়ই বোনের সঙ্গে ছবি পোস্ট করে থাকেন। এখন যদিও দিদির থেকে সাত সমুদ্র পারে নুজহাত। অন্তঃসত্ত্বা অবস্থায় বোনকে দারুণ মিস করছেন নুসরত তা বলাই বাহুল্য। (ছবি-ইনস্টাগ্রাম)
5/8আপতত কানাডায় উচ্চশিক্ষা নিয়ে ব্যস্ত নুহজাত। মাস কয়েক আগেই টরেন্টোতে উড়ে গিয়েছে, সোশ্যাল মিডিয়াতে দিদির মতোই ভীষণ অ্যাক্টিভ জাহান পরিবারের ছোট মেয়ে।
6/8বোন নুজাতের সঙ্গে দিদি নুসরতের সম্পর্ক বেশ দারুণ তা সামাজিক মাধ্যমে দুই বোনের খুনসুটি দেখলে বেশ বোঝা যায়। অভিনেত্রী নুসরতের মতোই সুন্দরী বোন নুজহাত জাহান। দুই বোনই ফ্যাশানিস্তা। লুকস থেকে স্টাইল সবেতেই নজর পারফেক্ট।
7/8বোন নুজহাতের সঙ্গে দিদি নুসরত, তাঁদের ছোটবেলার ছবি। (ছবি-ইনস্টাগ্রাম)
8/8দুই বোনের থেকে চোখ ফেরানো দায়। একই ধরণের স্টাইল স্টেটমেন্ট ফলো করেও বেজায় ভালোবাসানে নুজহাত ও নুসরত। নুজহাতের ইনস্টাগ্রাম প্রোফাইল বলছে তিনি ইউআই এবং ইউএক্স ডিজাইনার (UI/UX Designer)।