Haris Rauf's performance in WC 2023: ৮ ম্যাচে ৪৬৯, ব্যাটার হলে বিশ্বকাপের সর্বোচ্চ রানের তালিকায় ৫ নম্বরে থাকতেন রউফ!
Updated: 10 Nov 2023, 09:45 AM IST‘এক্সপ্রেস’ বোলার, ঘণ্টায় ১৫০ কিলোমিটারে বল করেন, ব্যাটারদের ঘুম ওড়াবেন - বিশ্বকাপের আগে হ্যারিস রউফকে নিয়ে সেইসব আলোচনা চললেও শেষ দেড় মাস একেবারেই ভালো কাটেনি পাকিস্তানি পেসারের। বরং একাধিক ম্যাচে মার খেয়েছেন। শুধু মার খাননি, তাঁকে নিয়ে ছেলেখেলা করেছেন রোহিত শর্মা, মিচেল মার্শরা।
পরবর্তী ফটো গ্যালারি