বাংলা নিউজ > ছবিঘর > Highest Fixed Deposit Interest Rate: ফিক্সড ডিপোজিটে বেশি হারে সুদ দিচ্ছে এই ১২ ব্যাঙ্ক,৫ বছরে ১.৫ লাখ রাখলে পাবেন কত

Highest Fixed Deposit Interest Rate: ফিক্সড ডিপোজিটে বেশি হারে সুদ দিচ্ছে এই ১২ ব্যাঙ্ক,৫ বছরে ১.৫ লাখ রাখলে পাবেন কত

অর্থনৈতিক বছর শেষ হতে আর মাত্র পাঁচমাস। এই আবহে আপনি এখনই করছাড় পেতে বিনিয়োগের পরিকল্পনা করে রাখুন। উল্লেখ্য, ১.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে কর ছাড়ের সুবিধা মেলে। আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী এই ছাড় মেলে। সাধারণত করছাড় যুক্ত ফিক্সড ডিপোজিটগুলির পাঁচ বছরের ‘লক-ইন’ পিরিয়ডের হয়। অর্থাৎ, এই ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে পাঁচবছর আগে টাকা তোলা যাবে না।

অন্য গ্যালারিগুলি