অর্থনৈতিক বছর শেষ হতে আর মাত্র পাঁচমাস। এই আবহে আপনি এখনই করছাড় পেতে বিনিয়োগের পরিকল্পনা করে রাখুন। উল্লেখ্য, ১.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে কর ছাড়ের সুবিধা মেলে। আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী এই ছাড় মেলে। সাধারণত করছাড় যুক্ত ফিক্সড ডিপোজিটগুলির পাঁচ বছরের ‘লক-ইন’ পিরিয়ডের হয়। অর্থাৎ, এই ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে পাঁচবছর আগে টাকা তোলা যাবে না।
1/6করছাড় যুক্ত ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ ৭.২৫ শতাংশ হারে সুদ দিয়ে থাকে বেসরকারি ব্যাঙ্ক ডিসিবি। বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে এটাই সর্বোচ্চ। এতে ১.৫ লাখ টাকা বিনিয়োগ করলে পাঁচবছর পর সুদ সমেত ২.১৫ লাখ টাকা পাওয়া যাবে স্থায়ী আমানতে।
2/6ডয়চে ব্যাঙ্ক ট্যাক্স-সেভিং ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ ৭ শতাংশ হারে সুদ দিয়ে থাকে। বিদেশি ব্যাঙ্কগুলির মধ্যে এই ব্যাঙ্কটি সর্বোচ্চ হারে সুদ দিয়ে থাকে স্থায়ী আমানতে। এদিকে সিটি ইউনিয়ন ব্যাঙ্কও ট্যাক্স-সেভিং ফিক্সড ডিপোজিটে ৭ শতাংশ হারে সুদ দেয়। এতে ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে পাঁচ বছরে তা বেড়ে হবে ২.১২ লক্ষ টাকা হবে৷
3/6এইউ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ট্যাক্স-সেভিং ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ ৬.৯৫ শতাংশ হারে সুদ দিয়ে থাকে। স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলির মধ্যে এই আর্থিক প্রতিষ্ঠানটি সর্বোচ্চ হারে সুদ দিয়ে থাকে স্থায়ী আমানতে। এতে ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে পাঁচ বছরে তা বেড়ে হবে ২.১২ লক্ষ টাকা হবে৷
4/6ইয়েস ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক, সূর্যোদয় ফিন্যান্স ব্যাঙ্ক এবং ইকুইটাস স্মল ফিন্যান্স ব্যাঙ্ক সর্বোচ্চ ৬.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে ট্যাক্স-সেভিং ফিক্সড ডিপোজিটে। এতে ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে পাঁচ বছরে তা বেড়ে হবে ২.১০ লক্ষ টাকা হবে৷
5/6ইউনিয়ন ব্যাঙ্ক সর্বোচ্চ ৬.৭০ শতাংশ হারে সুদ দিচ্ছে ট্যাক্স-সেভিং ফিক্সড ডিপোজিটে। এতে ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে পাঁচ বছরে তা বেড়ে হবে ২.০৯ লক্ষ টাকা হবে৷ সর্বোচ্চ ৬.৫৫ শতাংশ হারে সুদ দিচ্ছে ট্যাক্স-সেভিং ফিক্সড ডিপোজিটে। এতে ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে পাঁচ বছরে তা বেড়ে হবে ২.০৮ লক্ষ টাকা হবে৷
6/6কানাড়া ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্ক সর্বোচ্চ ৬.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে ট্যাক্স-সেভিং ফিক্সড ডিপোজিটে। এতে ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে পাঁচ বছর পর আমানতকারী সুদ সমেত মোট ২.০৭ লক্ষ টাকা পাবেন হাতে৷