চকচকে ত্বক চান? তাহলে আজ থেকেই বাড়ির তৈরি এই রূপচর্চার উপাদানের উপরে ভরসা রাখুন।
1/4কমলালেবু ঠিক যতটা উপকারি, ততটাঅ এই ফলের খোসা। ঘরেই ক্রিম, টোনার এবং সিরাম তৈরি করতে আপনি কমলালেবুর খোসা ব্যবহার করতে পারেন।
2/4ঘরে টোনার তৈরি করতে প্রথমে ফুটন্ত জলে কমলা লেবুর খোসা দিতে হবে। তিন গ্লাস জলে দুটি কমলালেবুর খোসা দিন। এবার এতে দুটি দারচিনির কাঠি, ৪-৫টি লবঙ্গ এবং ৮-১০টি পুদিনা পাতা দিন। এটিকে ফুটতে দিন যতক্ষণ না জলে শুষে যায়। তিন গ্লাস জল দেড় গ্লাস হয়ে গেলই বুঝবেন আপনার ফেসিয়াল মিস্ট তৈরি। স্প্রে বোতলে ভরে ফ্রিজে রাখুন। এটি প্রতিদিন মুখ ধোওয়ার পর মুখে স্প্রে করে নিন।
3/4নাইট সিরাম তৈরি করতে কমলার খোসা গ্রেট করে নিতে হবে। এটি সহজে গ্রেট করার জন্য, কমলালেবুর গা থেকে খোসা ছাড়াবেন না। খেয়াল রাখবেন ভিতরের সাদা অংশ যেন ঝাঁঝরা না হয়। অর্থাৎ সাদা অংশ এসে গেলে গ্রেট করা বন্ধ করে দিতে হবে। এরপর সেটার রস বের করে আলাদা করে রাখুন। তাতে অ্যালোভেরা জেল দিন। এভাবে সারারাত রেখে দিন। সকালে উঠে একটি কাপড় দিয়ে ছেঁকে নিন। আপনার সিরাম প্রস্তুত হয়ে যাবে। রাতে মুখে লাগিয়ে ঘুমাতে পারেন।
4/4নাইট ক্রিম বানাতে কমলার খোসা উপরে যেভাবে বলা হয়েছে সেভাবে ছেঁকে নিতে হবে। এর পর এতে এক চামচ টক দই মেশান। আপনার ক্রিম প্রস্তুত। রাতে লাগিয়ে ঘুমাতে পারেন। এই তিনটি জিনিস টানা ১০ দিন ব্যবহার করলে আপনি আপনার ত্বকের উজ্জ্বলতা দেখতে পাবেন।