মাতৃ দিবসে মায়ের থেকে যোগাসন শিখছেন হৃতিক। নেটমাধ্যমে একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেতা।
1/6মাতৃ দিবসে মা পিঙ্কি রোশানের সঙ্গে বেশ কয়েকটি ছবি নেটমাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা হৃতিক রোশান। কেমন করে এই মাতৃ দিবস কাটিয়েছেন তিনি, সেই ঝলক উঠে এসেছে তাঁর সামাজিক মাধ্যমের পাতায়। (ছবি ইনস্টাগ্রাম)
2/6বাড়িতে মায়ের সঙ্গে যোগা করছেন হৃতিক, নেটমাধ্যমে এমনই একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেতা।
3/6এ দিন মায়ের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, ‘মায়ের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। মাতৃ দিবসের শুভেচ্ছা সকলকে।’
4/6অভিনেতা আরও জানিয়েছেন, মাতৃ দিবসে মা-কে সিনেমা দেখাতে নিয়ে যাবেন ভেবেছিলেন। কিন্তু মায়ের তা অপছন্দ। তবে একসঙ্গে যোগা করার পরিকল্পনা করেন তাঁরা।
5/6হৃতিকের কথায়, ‘তিনি আমাকে কিছু যোগাসন শিখিয়েছেন। এই ব্যাপারে আমি আনন্দিত! আসলে মা দৈহিক শক্তি সম্পর্কে অনেক ভালো জিনিস জানেন!’
6/6অভিনেতার আসন্ন সিনেমা বিক্রম বেদা। আর মাধবন এবং বিজয় সেতুপতিকে তামিল সিনেমা 'বিক্রম বেদা'-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে। এই ছবির রিমেকে মুখ্য ভূমিকায় থাকবেন সইফ আলি খান, হৃতিক রোশন এবং রাধিকা আপ্তে। ছবিটি চলতি বছর ২০ সেপ্টেম্বর মুক্তি পাবে।