পুরুষদের T20 ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ৯ বার চ্যাম্পিয়নের মুকুট পরে নজির MI-এর, তবে এই স্বাদ থেকে ফের বঞ্চিত ক্যাপিটালস
Updated: 18 Feb 2024, 11:37 AM ISTএই নিয়ে এমআই এখন পুরুষদের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মোট ৯টি শিরোপা জিতে নিল। যা নিঃসন্দেহে বড় নজির। এমআই-এর সাফল্য রীতিমতো গর্ব করার মতো। শনিবার ফাইনালে দুবাই ক্যাপিটালসকে হারিয়ে ইন্টারন্যাশনাল লিগ টি-২০'র খেতাব জিতল এমআই ফ্র্যাঞ্চাইজি।
দুবাই ইন্টারন্য়াশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে টস হারে এমআই এমিরেটস। টস জিতে দুবাই ক্যাপিটালসের অধিনায়ক স্যাম বিলিংস শুরুতে ব্যাট করতে পাঠায় এমআইকে। আন্দ্রে ফ্লেচার (৩৭ বলে ৫৩) এবং নিকোলাস পুরানের (২৭ বলে ৫৭) জোড়া হাফ-সেঞ্চুরির সুবাদে এমিরেটস নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২০৮ রানের পাহাড় গড়ে।
পরবর্তী ফটো গ্যালারি