India on Iran's attack in Pakistan: 'আমরা বুঝি', পাকিস্তানে হামলা নিয়ে ঘুরিয়ে ইরানকে সমর্থন ভারতের, খুঁচিয়ে দিল ‘ঘা’
Updated: 18 Jan 2024, 12:16 AM ISTমঙ্গলবার পাকিস্তানে এয়ারস্ট্রাইক চালিয়েছে ইরান। বোমা ভরতি ড্রোন এবং মিসাইল ছোড়া হয় পাকিস্তানে। নিশানা ছিল পাকিস্তানের মাটিতে সক্রিয় থাকা জঙ্গিগোষ্ঠীর ঘাঁটি। আর তারপরই দু'দেশের মধ্যে কূটনৈতিক লড়াই শুরু হয়েছে। আর এবার সেই বিষয়টি নিয়ে মুখ খুলল ভারত।
পরবর্তী ফটো গ্যালারি